চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে নারী আহত

বান্দরবান থেকে রুমা-থানচি সড়কে চিম্বুক পাহাড় এলাকায় ইস্টার বম (৩২) নামে এক নারী ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চিম্বুকের বাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইস্টার বম টংকাবতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাইরুনপি পাড়ার বাসিন্দা তন্ময় বমের স্ত্রী।
স্থানীয়রা বলেন, ইস্টার বম ও তার স্বামী প্রাণ জুয়াল বম সকালে লাইরুনপি পাড়া থেকে এম্পু পাড়ায় অসুস্থ ছোট বোনকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চিম্বুক-বান্দরবান প্রধান সড়কের ১১ মাইল বাগান পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ভালুক তাদের ওপর আক্রমণ করে।
ভালুকের হামলায় ইস্টার বমের কোমর, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হইচই শুরু করলে ভালুকটি জঙ্গলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ইস্টার বমকে উদ্ধার করে বান্দরবান শহরের একটি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো বলেন, ইস্টার বম শহরে একটা বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন। খুব গুরুতর আঘাত হয়নি। আশঙ্কামুক্ত রয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে ২৬ ফেব্রুয়ারি বান্দরবানে ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন ইয়াং ওয়াই মুরাং ও তার নাতি মঙ্গোলিয় মুরাং। পরে তাদের উদ্ধার করে সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভালুকের আক্রমণে এক চোখ হারান ইয়াং ওয়াই মুরাং। আর মাথায় বড় ধরনের আঘাত পান মঙ্গোলিয় মুরাং।