জুলাই আন্দোলনে শহিদ পিতার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মেয়ের ‘আত্মহত্যা’

জুলাই আন্দোলনে শহিদ বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হওয়া মেয়ে গতকাল শনিবার (২৬ এপ্রিল) 'আত্মহত্যা' করেছেন।
গতকাল রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেকে এ ঘটনা ঘটে। নিহতের নাম লামিয়া (১৭)। তিনি জুলাই আন্দোলনে শহিদ জসীম উদ্দিনের কন্যা।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
স্থানীয়রা বলেন, লামিয়াকে রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেকের তার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রোববার মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। গতকাল রাত ৮টায় তার মা ছোট মেয়েকে বাসার পাশে মাদ্রাসায় দিয়ে আসতে যান। সেই সুযোগেই রাত ৯টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া।
স্থানীয় বাসিন্দারা লামিয়াকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ১৮ মার্চ জুলাই আন্দোলনে শহিদ বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে লামিয়া ধর্ষণের শিকার হন। পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন সাকিব মুন্সি নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পটুয়াখালী পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন টিবিএসকে বলেছিলেন, বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে নলদোয়ানী এলাকায় পৌঁছালে স্থানীয় সাকিব মুন্সি ও সিফাত মুন্সি লামিয়ার মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির পরিত্যক্ত বাগানে নিয়ে ধর্ষণ করে।
অভিযুক্তরা ধর্ষণের ছবি মোবাইলে ভিডিও করে ও ছবি তুলে রাখে। 'তারা হুমকি দেয়, এ ঘটনা প্রকাশ করলে বা আইনের আশ্রয় নিলে ধর্ষণের ছবি-ভিডিও ভাইরাল করে দেবে।'
ভুক্তভোগীর পরিবার সেই রাতেই অভিযোগ দায়ের করে।