নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধর করে অটোরিকশায় শহর ঘোরায়, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় শুইয়ে শহরজুড়ে ঘোরানোর অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। এ সময় অভিযুক্তদের একজন তার পিঠে পা তুলে দাঁড়িয়ে ছিল বলে জানা গেছে।
গতকাল রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ফয়সাল হোসেন (২৫) নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা। তিনি ছাত্রলীগের একজন কর্মী বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, এক যুবক অটোরিকশায় উপুড় হয়ে শুয়ে আছেন এবং আরেক যুবক তার পিঠের ওপর জুতো পরা পা তুলে দাঁড়িয়ে আছে। আশপাশে আরও কয়েকজন উচ্চস্বরে গান বাজিয়ে গাড়িটির পেছনে হাঁটছিল, আর আহত যুবক চিৎকার করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের প্রধান সড়ক ধরে প্রায় দুই কিলোমিটার ঘোরানো হয় তাকে।
ভুক্তভোগী ফয়সাল হোসেন জানান, তিনি কানাইখালী এলাকার ফায়ার সার্ভিস মোড় থেকে বাড়ি ফিরছিলেন। তখন নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন তাকে মারপিট করতে থাকে। এরপর তাকে রিক্সায় তুলে শুইয়ে দিয়ে ডিভাইডারের সঙ্গে আঘাত করে। তার পকেট থেকে মানিব্যাগের সব টাকা নিয়ে নেয়।
তিনি বলেন, "আমার অপরাধ কি জানতে চাইলে তারা বলছিল, 'তুই ছাত্রলীগ করিস। এটাই তোর অপরাধ।' পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা মার কাছে তুলে দেয় তারা।"
নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের জানান, ছাত্রদলের কিছু কর্মী ফয়সালকে মারধর করেছিল। খবর পেয়ে তিনি তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দিয়েছেন। তিনি বলেন, 'এমন কাজ যারা করেছে তারা ভালো কিছু করেনি।'
বিষয়টি দলীয় সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনে পুলিশ পাঠিয়েছেন এবং সেনা সদস্যরাও ফয়সালের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।