রাকসু নির্বাচন: ১১ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস পদপ্রার্থী যারা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন উপলক্ষে এ পর্যন্ত ১১টি প্যানেল ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এর বাইরেও অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। তবে ১১টি প্যানেল ঘোষিত হলেও ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির ছাড়া কেউই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি।
ছাত্রদল নিজেদের কর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। আর ছাত্রশিবির নিজেদের কর্মীর বাইরেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে যুক্ত করে তাদের প্যানেল ঘোষণা করেছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা পাঁচটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একমাত্র নারী ভিপি পদপ্রার্থীও তার স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন।
ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম
শেখ নূর উদ্দিন আবীরকে ভিপি (সহ-সভাপতি), নাফিউল জীবনকে জিএস (সাধারণ সম্পাদক) এবং জাহিন বিশ্বাস এষাকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে মনোনীত করে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নামে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। প্যানেলে চার নারী ও এক হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী রয়েছে।
শেখ নূর উদ্দিন আবীর লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি।
জিএস মনোনীত প্রার্থী নাফিউল ইসলাম জীবন আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনিও মাস্টার্সে অধ্যয়নরত। তিনি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক।
জাহিন বিশ্বাস এষা সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।
সম্মিলিত শিক্ষার্থী জোট
সম্মিলিত শিক্ষার্থী জোট নামে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। এতে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি শাখা ছাত্রশিবিরের সভাপতি। তিনি অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জিএস পদপ্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফাহিম রেজা। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী।
এজিএস পদে রয়েছেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও শিবিরের সংগঠক এসএম সালমান সাব্বির। তিনি ২০১৯-২০ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
এই প্যানেলে তিনজন নারী প্রার্থী, একজন সনাতন ধর্মাবলম্বী ও বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো এক জুলাই যোদ্ধা রয়েছেন।
আধিপত্যবিরোধী ঐক্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে আধিপত্যবিরোধী ঐক্য নামে ১৮ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি, জিএস, এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়ক।
ভিপি পদে লড়বেন সাবেক সমন্বয়ক ও স্টুডেন্টস রাইট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী সজীব, জিএস পদে লড়বেন সাবেক সমন্বয়ক ও সাংস্কৃতিক কর্মী সালাউদ্দিন আম্মার ও এজিএস পদে লড়বেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় সংগঠক আকিল বিন তালেব।
মেহেদী সজীব সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আকিল বিন তালেব আইন বিভাগের শিক্ষার্থী এবং সালাউদ্দিন আম্মার ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।
মেহেদী সজীব যখন স্টুডেন্টস রাইট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, তখন সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী ফাহিম রেজা সদস্যসচিব ছিলেন।
এছাড়া সালাউদ্দিন আম্মার ও আকিল বিন তালেবও ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত বলে ক্যাম্পাসে গুঞ্জন আছে। এজন্য এই প্যানেলকে অনেকে শিবিরের 'বি' টিম বলছেন। তবে তারা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন এবং 'বি' টিম বলাকে হাস্যকর বলে অভিহিত করেছেন।
ভিপিপ্রার্থী মেহেদী সজীব বলেন, তারা প্রতিটি পদে যোগ্য প্রার্থী মনোনয়ন দিয়েছেন। তারা আশাবাদী প্রতিটি পদে তারা জয়লাভ করবেন।
রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ
মেহেদী মারুফকে ভিপি এবং আফরিন জাহানকে জিএস পদে মনোনীত করে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে ১৯ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ক্যারিয়ার ক্লাব, উত্তরণ, ব্লাড ডোনেটিং অর্গানাইজেশনসহ কয়েকটি সামাজিক সংগঠন আছে।
এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন ছাত্র অধিকার পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি মারুফ, জিএস পদে লড়বেন সাংস্কৃতিক সংগঠন উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগারের কেন্দ্রীয় সদস্য আফরিন জাহান এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ।
গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ
বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বাম ছাত্র সংগঠনসমূহ এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষার্থীরা গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ নামে ১৬ সদস্যের প্যানেল ঘোষণা করেছে।
এই প্যানেলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, ছাত্র গণমঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ রয়েছে।
এতে ভিপি পদে মনোনীত হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফুয়াদ রাতুল। তিনি দর্শন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
জিএস পদে মনোনীত হয়েছেন ছাত্র ইউনিয়নের একাংশের কোষাধ্যক্ষ কাউছার আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। এছাড়া এজিএস পদে মনোনীত হয়েছেন ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। তিনি বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
সর্বজনীন শিক্ষার্থী সংসদ
প্রথমবারের মতো রাকসুর ভিপি পদে লড়তে যাচ্ছেন তাসিন খান নামের এক নারী শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো নারী প্রার্থী ভিপি পদে লড়ছেন।
সব স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে তিনি ২১ সদস্যের সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে প্যানেল ঘোষণা করেন। এ প্যানেলে জিএস পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাজন আল আহমেদ ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মাহায়ের ইসলাম।
'অপরাজেয় ৭১- অপ্রতিরোধ্য ২৪'
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সমর্থিত ৭ সদস্যের 'অপরাজেয় ৭১- অপ্রতিরোধ্য ২৪' নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে লড়ছেন নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন রাবির শাখার একাংশের সভাপতি মাসুদ কিবরিয়া। এছাড়া জিএস পদে লড়ছেন চারুকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী পরমা পারমিতা। তিনি ছাত্র ইউনিয়ন রাবি শাখার একাংশের সাধারণ সম্পাদক।
এজিএস পদে লড়ছেন চারুকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মতিউর রহমান সানজিদ।
সচেতন শিক্ষার্থী সংসদ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সংসদ নামে ১৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে। এতে প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাহাবুব আলম। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি।
জিএস পদে লড়ছেন আরবি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শরিফুল ইসলাম শরিফ। তিনি সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি।
এজিএস পদে লড়ছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী পারভেজ আকন্দ। তিনি সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।
স্বতন্ত্র শিক্ষার্থী জোট
সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ ছয় সদস্যের স্বতন্ত্র শিক্ষার্থী জোট নামে একটি প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলের ভিপিপ্রার্থী দর্শন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, জিএসপ্রার্থী আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নুসরাত জাহান নূপুর এবং এজিএস পদপ্রার্থী সমাজকর্ম বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জান্নাত আরা নওশীন।
ইউনাইটেড ফর রাইটস
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছেন। তাদের এই প্ল্যাটফর্মের নাম ইউনাইটেড ফর রাইটস। এই প্যানেল থেকে ১১জন বিভিন্ন সম্পাদকীয় পদে নির্বাচন করবেন। তবে এই প্যানেলে কোনো ভিপি, জিএস বা এজিএস প্রার্থী নেই।
ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট আল্যায়েন্স
সব স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট আল্যায়েন্স। এই প্যানেল থেকে ভিপি, জিএস বা এজিএস পদে প্রার্থী নেই। তবে সব স্বতন্ত্র প্রার্থী এই প্যানেল থেকে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাতে পারবেন।
উল্লেখ্য, চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাকসু নির্বাচনের ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।