চাকসুতে চার দিনে ১,১৬২ মনোনয়নপত্র বিতরণ, জমা ৩৭১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে চার দিনে মোট ১ হাজার ১৬২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত জমা পড়েছে ৩৭১টি মনোনয়নপত্র।
চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়ন বিতরণ ও জমার সময় একদিন করে বাড়ানো হয়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।
মোট বিতরণ করা ১ হাজার ১৬২টি মনোনয়নের মধ্যে চাকসুতে ৫২৮টি এবং হল সংসদে ৬৩৪টি। আর জমা পড়া ৩৭১টির মধ্যে চাকসুতে ১২৫টি এবং হল সংসদে ২৪৬টি।
এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। শেষ দিনে (বর্ধিত সময়) চাকসুতে ৩৯ জন এবং হল সংসদে ৩৪ জন প্রার্থী ফরম নেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মতো চবিতেও মনোনয়ন বিতরণ ও জমার সময় বাড়ানো হয় ছাত্রদলের লিখিত আবেদনের ভিত্তিতে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান কমিশনের কাছে আবেদন জমা দেন। পরে দুপুরে জরুরি বৈঠকে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।

জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহতদের সাথে নিয়ে সমন্বিতভাবে নির্বাচন করতে চায় ছাত্রদল। এছাড়া আরও বিভিন্ন পক্ষকে নিয়ে জোটবদ্ধ হয়ে প্যানেল দেওয়ার পরিকল্পনাও আছে ছাত্রদলের।
এ নিয়ে ব্যস্ত সময় পার করছে ছাত্রদল। এসব বিষয় সমন্বয় করতে ইতোমধ্যে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় তিনজন প্রতিনিধি।
তারা হলেন- সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ।
সেক্রেটারি ছাড়া বাকি তিনজনকে চাকসুর সামনে ছবি দিতে দেখা গেছে।
তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, আপত্তি ও নিষ্পত্তির শেষ সময় ২৪ সেপ্টেম্বর। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)।