জুলাই স্মৃতি ফাউন্ডেশনে ২০ লাখ টাকা অনুদান দেবে যমুনা অয়েল

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।
গত বুধবার (১৬ এপ্রিল) ভার্চুয়ালি অনুষ্ঠিত কোম্পানির ৫৩৩তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) এম. এ. আকমল হোসেন আজাদ সভাপতিত্ব করেন।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বোর্ডের পরিচালক কাওসার জহুরা, মো. শামসুল আলম ভূঁইয়া, ড. নুরুন নাহার চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাদের, প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, প্রকৌশলী শেখ আল আমিন এবং সালেহ আহমেদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা কুদরত-ই-ইলাহী এবং কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলাম উপস্থিত ছিলেন।