তেলের ভুয়া খরচ দেখিয়ে প্রায় ৫ লাখ টাকা তছরুপ, পুলিশ সুপারকে ‘তিরস্কার’
শিল্প পুলিশে দায়িত্বে থাকাকালে সরকারি গাড়িতে ডিউটিতে না গিয়েও ভুয়া বিল তুলে ৪ হাজার ২৩০ লিটার তেলের ভুয়া খরচ দেখিয়ে ৪ লাখ ৮৬ হাজার টাকা তছরুপের ঘটনায় নেত্রকোনার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার কানাই লাল সরকারকে 'তিরস্কার' দণ্ড দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত বুধবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সই করা এক আদেশে তেল চুরির এই ঘটনা উঠে আসে।
আদেশে বলা হয়, কানাই লাল সরকার গত ১ সেপ্টেম্বর, ২০২২ থেকে ৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত শিল্পাঞ্চল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তার যথাযথ তদারকির অভাবে মেক্যানিকাল ট্রান্সপোর্ট শাখায় কর্মরত এসআই (সশস্ত্র) মো. মামুন অর রশিদ, (ওসি এমটি), এএসআই (সশস্ত্র) আব্দুল্লাহ ও কনস্টেবল মতিউর রহমান গাড়ির লগ বইসমূহ সংশ্লিষ্ট গাড়িচালক বা গাড়িতে সরবরাহ না করে নিয়ম-বহির্ভূতভাবে নিজেদের হেফাজতে রাখেন। তারা মনগড়াভাবে দূরবর্তী স্থানে ডিউটি দেখিয়ে অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন করেন।
এসব পুলিশ সদস্য সংশ্লিষ্ট ডিউটি পার্টি ইনচার্জ অফিসারের সই নিয়ে এবং কিছু ক্ষেত্রে নিজেরাই বা অন্য কাউকে দিয়ে ওই অফিসারদের নামীয় ভুয়া সই ব্যবহার করে বিল-ভাউচার তৈরি করে পরস্পরের যোগসাজশে মোট ৪ হাজার ২৩০.৪৬ লিটার অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন করে ৪ লাখ ৮৬ হাজার ৮৫১.২৫ টাকা তছরূপ করেন।
এক্ষেত্রে ইউনিট প্রধান হিসেবে কানাই লাল সরকার তার অধীনস্থ পুলিশ সদস্যদের এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড ও সরকারি অর্থ তছরূপের ঘটনা অনুসন্ধান করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। তাদের ওপর নিয়ন্ত্রণ না থাকা এবং তদারকির অভাবে অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে তাকে কারণ দর্শানো হয়। তিনি চলতি বছরের ২৪ এপ্রিল কারণ দর্শানোর জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। পরে ১৪ মে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে কানাই লাল সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ, লিখিত জবাব, উভয়পক্ষের বক্তব্য এবং অন্যান্য প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ দালিলিক তথ্য প্রমাণাদির আলোকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৭(২) (ঘ) বিধি অনুযায়ী খুলনার আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ফয়েজ আহমেদকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনে যানবাহন শাখার সরকারি গাড়িসমূহের লগ বই ব্যবহার, লগ বই ও ব্যবহারকারীর স্বাক্ষর ও গাড়ির ভ্রমণ দূরত্ব নির্ধারণ, তেলের বিল-ভাউচার তৈরি ও জ্বালানি তেল তছরূপ সংক্রান্ত কার্যক্রম সঠিকভাবে তদারকি না করে কানাই লাল সরকার সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা করেছেন বলে উল্লেখ করা হয়।
এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার কানাই লাল সরকারকে 'তিরস্কার' দণ্ড দেওয়া হয়।
