থানায় ঢুকেই লালগালিচা ও মঞ্চ দেখে রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরের বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাকে গার্ড অব অনার দেওয়ার জন্য থানায় মহানগর পুলিশের পক্ষ থেকে মঞ্চ নির্মাণ করা হয়। মঞ্চের বসানো হয় লাল গালিচা।
তবে থানায় ঢুকেই লাল গালিচা ও মঞ্চ দেখেই ক্ষেপে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি রাগত স্বরে বলতে থাকেন, "উঠাও এটি (লাল গালিচা)। না করছি তারপরও এটি কেন রাখছো কেন থানায়। এখন উঠাও। যেটা না করছি সেটা কর। যেটা করতে বলি তা কর না। কামটা না করাইয়া আকাম করো।"
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশেই ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম। এসময় তিনি পাশ থেকে উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি প্রথম আসছেন তাই এ আয়োজন।'
উপদেষ্টার এমন বক্তব্যে উপদেষ্টা আরও ক্ষেপে গিয়ে বলেন, 'প্রথম আসছি তো কি হয়েছে। আমি বারবার না করছি এসব করতে। এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ। মেইন কাজ করতে পারছো না।'
রাগে বিড়বিড় করে কথা বলতে বলতেই তাকে গার্ড অব অনার দেওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের সাথে করমর্দন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর তিনি থানা পরিদর্শন করে দেখেন।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরো উন্নয়ন হবে।
উপদেষ্টা বলেন, আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশনে যাবে পুলিশ।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে নতুন কোন আপডেট নেই।
এরপর সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ বিষয়ে জানতে মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, উপদেষ্টা থানায় থাকা অবস্থায়ই তাকে সম্মান জানাতে বসানো লাল গালিচা সরিয়ে নেওয়া হয়।