যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর থেকে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতদের সাজার মেয়াদ ৩০ বছর থেকে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে নারীদের জন্য কারাবাসের সময়কাল ২০ বছর এবং পুরুষদের জন্য তার চেয়ে কিছুটা বেশি হতে পারে। মূলত, শাস্তির শর্ত শিথিল করে বয়স্ক বন্দীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান।
উপদেষ্টা বলেন, 'আমরা চাচ্ছিলাম যাবজ্জীবন তো ৩০ বছর, সেটা কমিয়ে কত করা যায়। যুক্তিযুক্ত একটা করে—যারা বয়স্ক হয়ে গেছে তাদের যাতে ছাড়ার ব্যবস্থা করা যায়।'
তবে বয়স কমিয়ে কত করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। তিনি বলেন, 'আলোচনার ভিত্তিতে মেয়েদের ক্ষেত্রে হয়তো ২০ বছর করে দিতে চাচ্ছি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে।'
সাজার মেয়াদ কমানোর ক্ষেত্রে অপরাধীর বয়সসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, 'আবার কতগুলো স্পেসিফিক আছে, তার বয়সটা কত। যে ১৮ বছরে অপকর্ম করেছে, ২০ বছর পর তাকে ছেড়ে দিলে তখন তো তার বয়স ৩৮ বছর হয়। সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে। এ বিষয়গুলো দেখা হবে। তবে মেয়েদের ক্ষেত্রে আমরা একটু বেশি লিবারেল।'
কারাগারের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'কারাগারে অনেক সমস্যা আছে, এটা সংস্কারেরও দরকার। কারাগারের বাজেটের ক্ষেত্রে সমস্যা রয়েছে। বন্দিদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধের জন্য আরও বাজেট দরকার হয়।'