মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে ফেন্টানিল পাচারের অভিযোগ

বিভিন্ন অপরাধী গোষ্ঠীকে সরাসরি এবং পরোক্ষভাবে অবৈধ ফেন্টানিল মাদক তৈরির রাসায়নিক উপাদান বা কাঁচামাল সরবরাহকারী 'রাষ্ট্রীয় পক্ষ' হিসেবে চীনের পাশাপাশি ভারতকেও অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
অন্য সিন্থেটিক মাদকের মতোই বিপজ্জনক ফেন্টানিল ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ৫২ হাজারের বেশি আমেরিকানের প্রাণ কেড়ে নিয়েছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট বা বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএ) প্রতিবেদনে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দপ্তর থেকে প্রকাশ করা এই প্রতিবেদনে বলা হয়, 'গোষ্ঠীগুলো [সিমান্তভিত্তিক অপরাধী সংগঠন বা টিসিও] প্রায়ই এসব রাষ্ট্রীয় পক্ষ থেকে সরাসরি এবং পরোক্ষভাবে সহায়তা পায়, যেমন চীন এবং ভারত। তারা মাদক পাচারকারীদের জন্য প্রাক-রাসায়নিক এবং সরঞ্জামের উৎস হিসেবে কাজ করে।'
প্রতিবেদনে আরও বলা হয়, 'অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক এবং পিল তৈরির প্রধান উৎস চীন। এরপরেই ভারতের অবস্থান।'
উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্র এই প্রথম ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে চীনের পাশাপাশি ভারতকেও অভিযুক্ত করেছে। গত বছরের প্রতিবেদনে বলা হয়েছিল, মেক্সিকোর মাদক চক্রগুলো যেসব দেশ থেকে 'কম মাত্রায়' রাসায়নিক সরবরাহ পায়, ভারত তার মধ্যে একটি। বিগত প্রতিবেদনে চীনকে প্রধান সরবরাহকারী দেশ বলা হয়েছিল।
প্রতিবেদনটি এমন একসময় সামনে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক ও অপিওড বিরোধী লড়াইকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে নিয়েছেন। এটি তার পররাষ্ট্র নীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলোকেও প্রভাবিত করছে। এই মাসের শুরুতে ট্রাম্প বলেন, তার প্রশাসন 'আমেরিকায় ফেন্টানিল মহামারি একেবারে শেষ না হওয়া পর্যন্ত থামবে না।'
ফেব্রুয়ারির ১ তারিখে ফেন্টানিল পাচারের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। সীমান্তে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগে কানাডা এবং মেক্সিকোর ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।
এদিকে, ট্রাম্প 'লিবারেশন ডে' শুল্কের অংশ হিসেবে এপ্রিলের ২ তারিখে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে, ভারত আমেরিকার সঙ্গে দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার আলোচনা করছে, যাতে কিছু শুল্ক থেকে মুক্তি পাওয়া যায়।