বকেয়া বেতনের দাবি, চট্টগ্রাম ইপিজেডে জেএমএস গার্মেন্টসের শ্রমিকদের ফের সড়ক অবরোধ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত একটি পোশাক কারখানা, জেএমএস গার্মেন্টস লিমিটেডের কর্মীরা আবারো বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন। বকেয়া বেতন এবং ঈদ বোনাস পরিশোধের দাবিতে আজ সোমবার (২৪ মার্চ) সকালে তাঁরা এই সড়কটি অবরোধ করেছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম শিল্পপুলিশের সুপারইনটেনডেন্ট মোহাম্মদ সুলাইমান।
তিনি জানান, কারাখানার কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাসদস্যরা বিক্ষুদ্ধ শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন। তবে তাঁরা আজকের মধ্যে বেতন ও বোনাস আদায়ের দাবিতে অনড় রয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় দুপুর সোয়া ৩টা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল।
অবরোধের ফলে ব্যাহত হয়েছে ব্যস্ততম এই সড়কে যান চলাচল। ফলে বন্দর ও পতেঙ্গাকে যুক্তকারী এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যানজটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এদিকে শ্রমিকরাও দ্রুত পদক্ষেপের বিষয়ে অবিচল থাকায় উত্তেজক পরিস্থিতি বিরাজ করছে সেখানে।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপারইনটেনডেন্ট মোহাম্মদ সুলাইমান বলেন, "কারখানার মালিক ঢাকায় রয়েছেন। তিনি এক্সিম ব্যাংকের কাছে একটি ঋণের আবেদন করেছেন। আমরা ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গেও যোগাযোগ করেছি, আগামীকালই বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে। তবে শ্রমিকরা আজকেই বকেয়া চাইছেন, যেটা সম্ভব না।'
তিনি আরও বলেন, 'সড়ক ছেড়ে শ্রমিকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছি আমরা, তাঁদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তাঁরা অবরোধ চালিয়ে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রাখব।'
শিল্প পুলিশের মতে, আজ সকাল ১১টার দিকে ইপিজেড থানার আওতাধীন বিমানবন্দর সড়কের সিইপিজেড মোড়ে পাঁচ শতাধিক শ্রমিক তাঁদের বকেয়া আদায়ের দাবিতে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে। জেএমএস গার্মেন্টস কর্মী ছাঁটাইয়ের একটি ঘোষণা দেয় গত ৪ মার্চ। রপ্তানি কার্যাদেশের অভাব এবং ব্যাংকিং জটিলতার কথা উল্লেখ করে জেএমএস গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। এরপরেই বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের বেতন ২০ মার্চ, এবং ঈদ বোনাস ২৩ মার্চের মধ্যে দিতে হতো কারখানা কর্তৃপক্ষকে। কিন্তু, নির্ধারিত তারিখগুলোয় শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি।
পরে ২৫ মার্চে বকেয়া বেতন-বোনাস পরিশোধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু, তা মানেননি শ্রমিকরা। তাঁরা গত ২২ মার্চেও কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে প্রায় ৬০০ শ্রমিক সিইপিজেড মোড় অবরোধ করেন। এসময় সড়কটি দিয়ে বন্দর ও পতেঙ্গার মধ্যে যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।
এবিষয়ে ২৪ মার্চ (আজ সোমবারে) একটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) এমন আশ্বাসে পরে তাঁরা এই অবরোধ তুলে নেন। তবে আজ সকাল ১০টায় কারখানার সামনে জড়ো হয়ে শ্রমিকরা দেখেন, কারখানা বন্ধ রয়েছে। এঘটনায় ক্ষুদ্ধ হয়ে তাঁরা ফের বিমানবন্দর সড়ক অবরোধ করেন।