আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, হাসপাতালে ভর্তি

ঢাকার আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদ। এসময় দুর্বৃত্তদের হামলায় অভিনেতার মা ও স্ত্রী আহত হন। তাকে উদ্ধার করে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাতে আশুলিয়ার নিজ বাড়ির তৃতীয় তলায় অবস্থান করছিলেন আজাদ। রাত পৌনে ৩টার দিকে বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘর থেকে শব্দ পেয়ে নিচে নেমে আসেন এই অভিনেতা। এসময় রান্নাঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করা মাত্রই তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় এই অভিনেতার দুই পায়ে তিনটি গুলি লাগে।
অভিনেতা আজাদের মা ও স্ত্রী সেখানে গেলে তাদেরও মারধর করে দুর্বৃত্তরা। এরপর আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অভিনেতা আজাদসহ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন।
তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি আজাদের পরিবারের সদস্যরা।
অভিনেতার বড় বোন আফরিনা আক্তার বলেন, 'কারা হামলা করেছে সেটি আমরা নিশ্চিত না। রান্নাঘরে শব্দ শোনার পর গিয়ে সেখানে গিয়ে রান্নাঘরের দড়জা খোলার সঙ্গে সঙ্গে আজাদের পায়ে গুলি করা হয়। ভাবি ও মা সেখানে গেলে তাদেরও আঘাত করা হয়। রান্নাঘরে তিনজন ছিল। পরে দুর্বৃত্তরা আরও ১০/১৫ রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।'
এই অভিনেতার ছোট বোনের স্বামী মীর ইয়াকুব আলী জানান, অভিনেতা আজাদের বাম পায়ে দুইটি এবং ডান পায়ে একটি গুলি লেগেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম সিদ্দিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, বাড়ির দ্বিতীয় তলায় রান্না ঘরের গ্রিল কেটে দুজন দুষ্কৃতিকারী রান্নাঘরে ঢুকেছিল। বাড়ির লোকজন টের পেয়ে সেখানে গেলে অভিনেতা আজাদের দুই পায়ে তিন রাউন্ড গুলি করে দুষ্কৃতিকারীরা। তার স্ত্রীকে রান্না ঘরে থাকা কড়াই দিয়ে আঘাত করে দুষ্কৃতিকারীরা পালিয়ে যান। ঘটনাটি জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে '
তিনি আরও বলেন, 'যদিও আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে আমাদের পক্ষ থেকে তদন্ত অব্যাহত আছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'