সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আলমগীর হোসেন নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আলমগীর হোসেন (৪০) ভোমরা ইউনিয়নের ভোমরা উত্তরপাড়ার মৃত শেখ সাঈদ হোসেনের ছেলে।
আহতের বোন ইসমত আরা বলেন, 'রাতে বৃষ্টি হয়েছিল। আমার ভাই ভোরবেলা সীমান্তের খালের পাশে মাছের ঘেরে যায়। সেখানে গেলে বিএসএফ চোরাকারবারী ভেবে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। চোখে মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে।'
সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন রহমান বলেন, 'বাংলাদেশ অভ্যন্তরে সীমান্তের নোম্যান্সল্যান্ডে ঘেরে মাছ ধরতে যায় সে। সেখানে গেলে বিএসএফ ছররা গুলি ছুড়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'