যুক্তরাষ্ট্রে ইউএসএআইডি কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ

ওয়াশিংটন ডিসিতে বুধবার ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ও অলাভজনক সংস্থার কর্মীদের নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর প্রায় সব কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদেই এ বিক্ষোভ হয়।
ইউএসএআইডি-এর ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়েছে, সংস্থার সব কর্মী বৈশ্বিকভাবে 'প্রশাসনিক ছুটিতে' থাকবেন, তবে 'অত্যন্ত জরুরি কার্যক্রমে' নিয়োজিতদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।
এই পদক্ষেপের পেছনে প্রযুক্তি উদ্যোক্তা ও বিশেষ সরকারি কর্মকর্তা ইলন মাস্কের ভূমিকা রয়েছে বলে জানা গেছে। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে ইউএসএআইডি বন্ধের কাজ এগিয়ে নিচ্ছেন।
ট্রাম্পের 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি' নামক ব্যয় সংকোচন টিমের নেতৃত্বে থাকা ইলন মাস্ক সোমবার বলেন, 'ইউএসএআইডি একটি পচা কাঠামো। এখানে কোনো ভালো কিছু নেই। আর যখন ভালো কিছু থাকে না, তখন পুরো বিষয়টিকেই সরিয়ে দিতে হয়।'
এদিকে, ইউএসএআইডি-এর একজন কর্মী—যিনি চাকরি হারানোর ভয়ে পরিচয় প্রকাশ করতে রাজি হননি—বলেন, কয়েক দিন ধরে তাদের অফিসিয়াল ই-মেইল, ফোন ও টাইমকার্ড সফটওয়্যারে প্রবেশ বন্ধ রয়েছে। তিনি জানান, এই সফটওয়্যার দিয়েই তারা বেতন পেতেন, ফলে ছুটির সময়ে বেতন পাওয়া যাবে কি না, তা অনিশ্চিত।
গ্রিনবেল্ট, ম্যারিল্যান্ডের লেনোর ফ্লাওয়ার বলেন, তার বন্ধুরা এই সংকটের সরাসরি শিকার হয়েছেন এবং তারা ভয়ের মধ্যে আছেন। 'আমি এখানে এসেছি তাদের সমর্থন জানাতে, যারা নিজেদের হয়ে কথা বলতে পারছেন না কারণ তাদের চাকরি ঝুঁকির মধ্যে আছে,' বলেন তিনি। 'আমাদের গণতন্ত্র সংকটে আছে, তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে।'
ইউএসএআইডি-এর এক কর্মী বলেন, 'আমরা এখন ইবোলা মোকাবিলায় নেই। এটি কেবল সময়ের ব্যাপার, কখন উগান্ডা থেকে ইবোলা ছড়িয়ে পড়বে, কারণ ইউএসএআইডি সেখানে নেই।'
বিক্ষোভকারীরা 'ইলন মাস্ককে যেতে হবে' স্লোগান দিতে থাকেন এবং তাদের হাতে 'ইউএসএআইডি জীবন বাঁচায়' লেখা প্ল্যাকার্ড ছিল।
সহায়তা সংস্থার কর্মীদের পরিবারের সদস্যরাও বিক্ষোভে অংশ নেন। ওয়াশিংটনের লিন্ডা ম্যাককয় বলেন, 'আমার পুত্রবধূ নাইরোবিতে ক্ষুধার বিরুদ্ধে কাজ করছেন, কিন্তু ইউএসএআইডি-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করায় তিনি যেকোনো সময় চাকরি হারাতে পারেন।'
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা মাস্ক ও ট্রাম্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন না।
বিক্ষোভে ডেমোক্র্যাটিক সিনেটররা ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। সিনেট গোয়েন্দা কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেন, 'আমেরিকা যখন বিশ্ব নেতৃত্ব থেকে পিছু হটছে, তখন সবচেয়ে বেশি খুশি হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত আমাদের শত্রুদের জন্য উপহারস্বরূপ এবং এটি আমাদের নিরাপত্তাকে দুর্বল করবে।'
প্রাক্তন সিনেটর মার্কো রুবিও, যিনি বর্তমানে ইউএসএআইডি-এর ভারপ্রাপ্ত পরিচালক, জানান, সংস্থার কিছু কার্যক্রম চালু থাকবে, তবে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থ ও পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
বুধবার রাতে ইউএসএআইডি-এর পাঁচজন সাবেক প্রশাসক এক যৌথ বিবৃতিতে কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনকে সংস্থাটির 'আইনগত ভূমিকা রক্ষার' আহ্বান জানান।
ইউএসএআইডি ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ. কেনেডির নির্বাহী আদেশে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৮ সালে এটি স্বতন্ত্র সংস্থা হিসেবে স্বীকৃতি পায়। ২০২৩ সালে ইউএসএআইডি বিশ্বের ১০০টিরও বেশি দেশে মানবিক ও উন্নয়ন সহায়তায় ৪০ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করেছে।