Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 12, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 12, 2025
গার্মেন্টসে স্বয়ংক্রিয় যন্ত্রের চাহিদা বাড়ছে

অর্থনীতি

জহির রায়হান
03 February, 2024, 10:20 am
Last modified: 03 February, 2024, 06:33 pm

Related News

  • দেশের পোশাক শিল্পের সূতিকাগার চট্টগ্রাম কেন পিছিয়ে পড়ছে?
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • তরুণদের সর্বস্বান্ত করে বিলিয়ন ডলারের সাম্রাজ্য, আসক্তি রোধে নিষেধাজ্ঞা; ভারতে রমরমা বেটিং সাম্রাজ্যের উত্থান-পতন
  • পোশাক খাতে সাব-কন্ট্রাক্টররাও পাবেন রপ্তানি প্রণোদনার অংশ
  • ক্রমবর্ধমান লক্ষ্যমাত্রা, থমকে থাকা সংস্কার: ২০২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্য অর্জন করতে পারবে বাংলাদেশ?

গার্মেন্টসে স্বয়ংক্রিয় যন্ত্রের চাহিদা বাড়ছে

জহির রায়হান
03 February, 2024, 10:20 am
Last modified: 03 February, 2024, 06:33 pm
১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনে অ্যাম্ব্রয়ডারি মেশিনের কাজ দেখানো হচ্ছে। ছবি: টিবিএস

পোশাকশিল্পে স্বয়ংক্রিয় মেশিনের ক্রমবর্ধমান চাহিদার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকায় চলমান আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) চলছে এই প্রদর্শনী। পোশাক খাতে প্রযুক্তি খাতের, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি দেখানো হচ্ছে এখানে।

শুক্রবার প্রদর্শনীতে দেখা গেল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত মেশিন দিয়ে তৈরি হচ্ছে সুতা। সেই সুতা দিয়ে বস্ত্র বুননের কাজটাও করছে এই মেশিন। 

তৈরি পোশাক কারখানায় এখন এমন মেশিনের চাহিদা বাড়ছে বলে জানান প্রদর্শনীতে অংশ নেয়া উদ্যেক্তারা।

বস্ত্র ও পোশাক খাতের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্রসর প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনারিজ ব্যবহারে কারখানার উৎপাদনশীলতা বেড়েছে।

রপ্তানিমুখী প্রতিষ্ঠান এসবি নিটিংয়ের ম্যানেজার ম্যানেজর জাকির আনসারি বলেন, 'আমি চীনা প্রতিষ্ঠান ডপসিং-এর স্ক্রিন প্রিন্টিং মেশিন অর্ডার দিয়েছি। এটা প্রায় ১০২ ফুট লম্বা ২৪ হেড-এর মেশিন। উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাকে জানিয়েছে এ মেশিনে এক ঘণ্টায় ৭০০ পিস টি-শার্ট প্রিন্ট করা যাবে। এখন যেখানে ৮০ জন শ্রমিক লাগছে, তখন শ্রমিক প্রয়োজন হবে ১০ জন।'

ছবি: টিবিএস

বস্ত্র ও পোশাক খাতের উদ্যেক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং এ খাতে স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ টানতে চলছে চার দিনব্যাপী ১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন। ৩২টি দেশের ১ হাজারেরও বেশি মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে এ প্রদর্শনীতে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ২০০৪ সাল থেকে চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, তাইওয়ান এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কো, লিমিটেড, হংকং-এর সহযোগিতায় প্রদর্শনীটির আয়োজন করে আসছে।

এ মেলায় বস্ত্র ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা, কাপড়, রং, কাঁচামাল ও রাসায়নিকের ব্যবহারে বিভিন্ন মেশিন প্রদর্শন করার সুযোগ পায় প্রস্তুতকারকরা। 

শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, স্টলের কর্মীরা দর্শনার্থীদের পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। মেশিনারি সরবরাহকারী ও আমদানিকারকরা উদ্যোক্তাদের হাতে-কলমে মেশিন ব্যবহার দেখাচ্ছেন।

টেক্স কর্প (বিডি) লি. বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান থেকে মেশিনারি ও সরঞ্জামাদি আমদানি করে ক্রেতার চাহিদামতো সরবরাহ করে। প্রতিষ্ঠানটির পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) লাবীব মাহদী হোসেন বলেন, 'গার্মেন্ট মালিকরা এখন আধুনিক মেশিন ব্যবহারের দিকে ঝুঁকছেন। এর ফলে একদিকে যেমন পণ্যর মান ভালো হচ্ছে, সেইসঙ্গে শ্রমিকও কম লাগছে।'

টেক্স কর্প সুতা থেকে কাপড় তৈরি, ফিনিশিং, কাপড় কাটিং, সেলাই, কাপড় ইস্ত্রি করার মেশিনসহ নানা ধরনের মেশিন বিক্রি করে। একই সঙ্গে গার্মেন্টস সেলাইয়ের জন্য ডাই হাউস অটোমেশন সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিও সরবরাহ করে থাকে কোম্পানিটি।

ছোট আকারের একটি মেশিন দেখা গেল মেলায়। চক্রাকারে একটার পর একটা টি-শার্ট প্রিন্ট হয়ে যাচ্ছে ওই মেশিনে। এ কাজে মানুষের পরিশ্রম লাগছে একেবারেই কম।

ডাইসিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুর রহমান বলেন, 'এখন ডিজিটাল প্রিন্টিংয়ে খুব দ্রুত মুভ করছে। একইসঙ্গে উচ্চমানের প্রিন্টিং হচ্ছে। থ্রিপিস, শাড়ি, হোম টেক্সটাইল, পর্দা, গেঞ্জি কাপড়—সব প্রিন্টিং করা যাচ্ছে। যারা রপ্তানি করে তারাও নিচ্ছে, একইসঙ্গে দেশীয় মার্কেটের জন্য পণ্য তৈরিতেও ব্যবহার হচ্ছে।'

প্রদর্শনিতে 'ইমপ্যাক্ট অ্যানালাইসিস অভ টেক্সটাইল অ্যাপারেল অ্যান্ড জুট ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ' শীর্ষক আলোচনায় একাডেমিক বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী গবেষণার ওপর জোর দেন।

আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান বলেন, 'ব্যবসায়ীরা খাত অনুযায়ী চাহিদা দিতে পারেন। সেখানে সমস্যা, সম্ভাবনা নিয়ে গবেষণা করে ‍সেই অনুযায়ী কাজ করলে টেক্সটাইল, অ্যাপারেল ও পাট শিল্প আরও এগিয়ে যাবে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যৌথ গবেষণার মাধ্যমে এটা সম্ভব।'

তিনি দেশের বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতার ওপর জোর দিয়ে শিক্ষার্থীদের সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে শেখাতে 'ইন্ডাস্ট্রিয়াল রেভোল্যুশন ইন দ্য টেক্সটাইল অ্যাপারেল ইন্ডাস্ট্রি' নামে একটি নতুন কোর্স চালুর কথা জানান। 

প্রদর্শনীটি ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

আরএমজি / পোশাক খাত / মেশিনারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, খোঁজ নেই একজনের: সেনাসদর 
    ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, খোঁজ নেই একজনের: সেনাসদর 
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    রোববার থেকে প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড টিকা দেওয়া শুরু
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    এখন থেকে প্রত্যেক ট্রেড লাইসেন্সের সঙ্গে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক
  • চায়নার জে ৫০ মডেলের স্টেলথ জেট৷ ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    নতুন বোমারু বিমান নিয়ে বড় বাজি চীনের
  • সংযুক্ত আরব আমিরাতে ভিসা ‘নিষেধাজ্ঞা’: বড় ধাক্কা বাংলাদেশের শ্রমবাজারে
    সংযুক্ত আরব আমিরাতে ভিসা ‘নিষেধাজ্ঞা’: বড় ধাক্কা বাংলাদেশের শ্রমবাজারে
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইনসাফের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না: বাংলাদেশ সেনাবাহিনী

Related News

  • দেশের পোশাক শিল্পের সূতিকাগার চট্টগ্রাম কেন পিছিয়ে পড়ছে?
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • তরুণদের সর্বস্বান্ত করে বিলিয়ন ডলারের সাম্রাজ্য, আসক্তি রোধে নিষেধাজ্ঞা; ভারতে রমরমা বেটিং সাম্রাজ্যের উত্থান-পতন
  • পোশাক খাতে সাব-কন্ট্রাক্টররাও পাবেন রপ্তানি প্রণোদনার অংশ
  • ক্রমবর্ধমান লক্ষ্যমাত্রা, থমকে থাকা সংস্কার: ২০২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্য অর্জন করতে পারবে বাংলাদেশ?

Most Read

1
১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, খোঁজ নেই একজনের: সেনাসদর 
বাংলাদেশ

১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, খোঁজ নেই একজনের: সেনাসদর 

2
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড টিকা দেওয়া শুরু

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

এখন থেকে প্রত্যেক ট্রেড লাইসেন্সের সঙ্গে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক

4
চায়নার জে ৫০ মডেলের স্টেলথ জেট৷ ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

নতুন বোমারু বিমান নিয়ে বড় বাজি চীনের

5
সংযুক্ত আরব আমিরাতে ভিসা ‘নিষেধাজ্ঞা’: বড় ধাক্কা বাংলাদেশের শ্রমবাজারে
বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ভিসা ‘নিষেধাজ্ঞা’: বড় ধাক্কা বাংলাদেশের শ্রমবাজারে

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসাফের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না: বাংলাদেশ সেনাবাহিনী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net