ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় সানজিদা

বাংলাদেশের দ্বিতীয় ফুটবলার হিসেবে ভারতের নারী ফুটবল লিগের এবারের আসরে খেলার সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার। ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে ইতোমধ্যে কলকাতা গিয়ে পৌঁছেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। আগামী ৩০ জানুয়ারি ওড়িশার বিপক্ষে ম্যাচ ইস্ট বেঙ্গলের। এই ম্যাচ দিয়ে ভারতের মেয়েদের আই লিগে অভিষেক হতে পারে সানজিদার।
সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকারের পর বাংলাদেশের তৃতীয় নারী ফুটবলার হিসেবে ভারতের ঘরোয়া লিগে ডাক পেয়েছেন সানজিদা। এবারই প্রথম দেশের বাইরের লিগে খেলবেন বলে কিছুটা চাপ অনুভব করার কথা জানিয়েছেন তিনি। ভারত যাওয়ার আগে ২২ বছর বয়সী এই ফুটবলার বলেন, 'প্রথমবার বলে কিছুটা নার্ভাস লাগছে। তবে আমার চেষ্টা থাকবে ভালো খেলার।'
খেলার আগে ক্লাবটি সম্পর্কে খোঁজ নিয়েছেন সানজিদা। জানতে পেরেছেন ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা ফুটবলার শেখ আসলাম, প্রয়াত মোনেম মুন্না, রুমি, গাউসরা। ১৯৯১ সালে চ্যাম্পিয়ন করেছিলেন ইস্ট বেঙ্গলকে। অগ্রজদের মতো সানজিদাও অবদান রাখতে চান কলকাতার ক্লাবটির হয়ে, রাখতে চান দেশের সুনাম।
দেশ ছাড়ার আগে সানজিদা বলেছেন, 'আসলাম ভাই, মুন্না ভাইয়েরা সাফল্য নিয়ে এসেছেন। কয়েক জনের নাম শুনেছি। এখনো নাকি উনাদের নাম বলে সবাই। বাংলাদেশ থেকে গিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন। উনারা ইতিহাস গড়েছেন। আমি নারী দলের মধ্যে প্রথম ডাক পেয়েছি। আমার অভিষেক হচ্ছে। আমার ফুটবল ক্যারিয়ারে বিদেশের মাঠে অভিষেক হচ্ছে। আমিও সেরাটা দিয়ে সাফল্য নিয়ে আসার চেষ্টা করব।'
প্রায় ৩২ বছর পর বাংলাদেশের কোনো ফুটবলার ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে যাচ্ছেন। সানজিদার সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ইস্ট বেঙ্গলের হয়ে সেরাটা দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে সানজিদা বলেন, 'ভারতে গিয়ে আমার একটাই কাজ। আমি যাব এবং খেলব। প্রত্যেকটা ম্যাচই আমাকে খেলতে হবে। ঢাকায় যেমনটা খেলেছি। এর চাইতে আরও ভালো খেলার চেষ্টা করব।'
সামর্থ্যের চেয়েও বেশি দেওয়ার লক্ষ্য সানজিদার। বাংলাদেশের সাফজয়ী দলের এই সদস্য বলেন, 'আমি ১২০ ভাগ বেশি ভালো খেলার চেষ্টা করব। আমাদের দেশের সুনাম রাখতে হবে। যেন সবাই মনে করে, বাঙালি এলেই এই ক্লাবে অনেক ভালো খেলে। এটা মনে করার কারণ হচ্ছে আসলাম ভাইরা খেলেছেন, আমার নিজের কথা মনে হলে ভালো খেলার তাগিদ আসে, ইস্ট বেঙ্গলের কথা মনে হলেও হয়। কারণ তারা অনেক বড় ক্লাব, ফ্যান ফলোয়ার রয়েছে।'
বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনও ভারতের নারী ফুটবল লিগে খেলছেন। কিকস্টার্ট এফসির হয়ে খেলছেন তিনি। আই লিগে আগামী ৫ ফেব্রুয়ারি কিকস্টার্টের বিপক্ষে লড়বে ইস্ট বেঙ্গল। সাবিনা-সানজিদা তাদের দলের একাদশে থাকলে ওই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে দেখা হবে তাদের। সানজিদার প্রথম বিদেশি লিগ হলেও সাবিনার জন্য তেমন নয়। ২০১৮ সালে ভারতে খেলেছেন তিনি, দুই মৌসুম খেলেছেন মালদ্বীপের লিগেও।