মাস্ক ‘বদ্ধ উন্মাদ' হয়ে গেছেন: ট্রাম্প; 'আমাকে ছাড়া ট্রাম্প জিততে পারতেন না': মাস্ক

কর ও ব্যয়-সংক্রান্ত বিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মধ্যে মতবিরোধ প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিয়েছে।
গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের বিল নিয়ে মাস্কের সমালোচনার জবাবে দুজনই একে অপরকে প্রকাশ্যে কটাক্ষ করেন। এ ঘটনার ফলে মাস্ক ও ট্রাম্পের একসময়কার রাজনৈতিক ঘনিষ্ঠতার অবসান হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ট্রাম্প প্রশাসনের এই অভ্যন্তরীণ বিল নিয়ে মাস্কের সমালোচনায় তিনি 'হতাশ' এবং এটিকে তিনি তাদের 'চমৎকার সম্পর্কের' অবসান হিসেবেই দেখছেন।
এদিকে চুপ থাকেননি মাস্কও। ট্রাম্পের মন্তব্যকে 'অকৃতজ্ঞ' বলে আখ্যায়িত করে তিনি পাল্টা জবাব দেন, 'আমার সাহায্য ছাড়া ট্রাম্প নির্বাচনই জিততে পারতেন না।'
বিতর্ক ও পাল্টাপাল্টি মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার টেসলার শেয়ারমূল্য ১৪ শতাংশ হ্রাস পায়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার একসময়কার সহযোগী ইলন মাস্কের সম্পর্কের ফাটল প্রকাশ্যে এসেছে মাস্কের 'বিগ বিউটিফুল' নামে পরিচিত ব্যয়-সংক্রান্ত বিলের বিরুদ্ধে বিরোধের পরিপ্রেক্ষিতে। ওই বিল গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়েছে এবং বর্তমানে সিনেটে ভোটের অপেক্ষায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) প্রধান হিসেবে মাত্র ১২৯ দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন মাস্ক। তারপর থেকেই তিনি বিলটির তীব্র সমালোচনা শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বিলটিকে 'জঘন্য' বলে অভিহিত করে লিখেন, 'যারা এর পক্ষে ভোট দিয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত, আপনারা জানেন এটা ভুল।'
মাস্কের ভাষ্যমতে, এই বাজেট বিল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বৃদ্ধি করবে এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যমাত্রাকে ব্যাহত করবে।
গত বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই কর ও ব্যয় বিলের পক্ষে দাঁড়িয়ে মাস্ক এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, 'আমি খুবই হতাশ, কারণ ইলন এ বিলের ভেতরের খুঁটিনাটি প্রায় সবার চেয়ে ভালো জানতেন। হঠাৎ করেই তার এতে সমস্যা দেখা দিল।'
ট্রাম্প আরও ইঙ্গিত দেন, মাস্ক মূলত ক্ষুব্ধ কারণ বিলটিতে বৈদ্যুতিক গাড়ির জন্য প্রণোদনা কমিয়ে দেওয়া হয়েছে, যা সরাসরি তার টেসলা ব্যবসার জন্য ক্ষতিকর।
যদিও মাস্ক তা অস্বীকার করে বলেন, তিনি নিজেই প্রণোদনা বাতিলের পক্ষে, তার মূল আপত্তি বিলটির 'অযৌক্তিক ও অপ্রয়োজনীয় ব্যয়' ঘিরে ।
ট্রাম্প ও মাস্কের সম্পর্ক শুরু হয়েছিল গত জুলাইয়ে, যখন পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলার পর মাস্ক তাকে সমর্থন দেন। ওই সময় মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় ২৯০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
বৃহস্পতিবার নিজের সামাজিকমাধ্যম 'এক্স'-এ মাস্ক বলেন, রিপাবলিকানদের বিজয়ে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এমনকি তিনি বলেন, 'ডেমোক্র্যাটরা এখন কংগ্রেস নিয়ন্ত্রণে রাখত যদি আমি না থাকতাম।'
যুক্তরাষ্ট্রের সরকারি খরচ কমানোর জন্য বিশেষ সরকারি উপদেষ্টা পদে বসানো হয় মাস্ককে। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তার বিদায় উপলক্ষে ওভাল অফিসে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন ট্রাম্প। কিন্তু এর এক সপ্তাহেরও কম সময়ের মাথায় কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিলকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে ফাটল দেখা দেয়।
মাস্ক তার অনুসারীদের কাছে একটি জরিপ চালান, যেখানে তিনি প্রশ্ন করেন, 'এখন কী এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে যা আসলেই ৮০ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতিনিধিত্ব করবে?'
দিনভর মাস্ক একাধিক পোস্ট করতে থাকেন। তিনি ট্রাম্পের পদত্যাগ দাবি করেন, যুক্তরাষ্ট্রে তার বিশ্বব্যাপী শুল্ক নীতি অর্থনৈতিক মন্দার কারণ হবে বলে মত প্রকাশ করেন, এবং নির্দিষ্ট কোনো প্রমাণ না দেখিয়েই ট্রাম্পের নাম প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সম্পর্কিত কিছু প্রকাশ না হওয়া নথিতে রয়েছে এমন ইঙ্গিত দেন।
এপস্টাইন ২০১৯ সালের জুলাইয়ে যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তার হন এবং বিচার শুরুর আগেই আত্মহত্যা করেন। ট্রাম্প তখন প্রেসিডেন্ট ছিলেন।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে মাস্কের সমালোচনা ও মন্তব্যগুলোকে 'দুঃখজনক' হিসেবে উল্লেখ করে বলেন, 'বিলটিতে নিজের পছন্দের নীতি না থাকায় ইলন এ ধরণের মন্তব্য করেছেন।'
এদিকে, ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক 'ট্রুথ সোশ্যাল'-এ 'মাস্ক বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে' দাবি করে লেখেন , 'আমাদের বাজেট থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয়ের সহজতম উপায় হলো ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বন্ধ করা। আমি সবসময় অবাক হতাম বাইডেন কেন এটা করেননি!'
মাস্কের কোম্পানি টেসলা, স্পেসএক্স এবং স্টারলিংকসহ অনেকেই সরাসরি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ এবং বেশ কিছু ভর্তুকি ও করছাড় উপভোগ করে।
এর জবাবে মাস্ক জানান, স্পেসএক্স 'তাৎক্ষণিকভাবে তার ড্রাগন মহাকাশযান নিষ্ক্রিয় করা শুরু করবে'। এই মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ ও বিভিন্ন সরঞ্জাম পাঠাতে ব্যবহৃত হয়।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বাজেট অফিসের মতে, নতুন বিলটি আগামী ১০ বছরে দেশটির জাতীয় ঋণ ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বাড়াবে এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষকে সরকারি স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত করবে।
তবে হোয়াইট হাউস বলছে, শুল্কবৃদ্ধি থেকে আসা রাজস্ব হিসাব না করেই এই বিশ্লেষণ করা হয়েছে।
সরকারি ব্যয় ব্যাপক হারে কমানোর জন্য দায়িত্বপ্রাপ্ত ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)-তে মাস্ক ব্যাপক ছাঁটাই ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর মতো বিভাগ বিলুপ্তির উদ্যোগ নিয়েছিলেন।
ডিওজিই দাবি করে তারা ১৮০ বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। যদিও এ পরিসংখ্যান বিতর্কিত এবং মাস্কের ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় কমানোর লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।