রিয়াল-এমবাপ্পে চুক্তি 'সম্পন্ন', দাবি ফরাসি গণমাধ্যমের

কিলিয়ান এমবাপ্পে আর রিয়াল মাদ্রিদ, প্রতিটি দলবদলের উইন্ডোতেই এই নাটক যেন অবধারিত। দুই মৌসুম আগে থেকেই এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়ালে 'যাবো যাবো' করে যাচ্ছেন।
কিন্তু শেষপর্যন্ত এখনও আলোর মুখ দেখেনি এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার স্বপ্ন। তবে ফরাসি গণমাধ্যমের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সামনের মৌসুম থেকেই এমবাপ্পেকে রিয়ালের সাদা জার্সিতে দেখা যাবে।
ফরাসি গণমাধ্যম এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়াকে নিশ্চিত বলে দাবি করেছেন। এবারের শীতকালীন দলবদল উইন্ডো খোলার পরই ফরাসি তারকা সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে স্প্যানিশ জায়ান্টরা।
চুক্তির নিয়মানুযায়ী, কোনো খেলোয়াড় ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগে থেকে অন্য ক্লাবের সঙ্গে কথা বলতে পারবেন। এমবাপ্পে ও পিএসজির চুক্তি শেষ হবে এই বছরের জুনে। সেই সুযোগ নিয়েই ফরাসি তারকা নিজের স্বপ্নের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে খবর ফরাসি গণমাধ্যমের।