বিএনপির ২১ হাজার নেতাকর্মীর জেলে থাকার বক্তব্য ভুয়া: ওবায়দুুল কাদের

বিএনপি তাদের ২১ হাজার নেতাকর্মী জেলে রয়েছে বলে যে বক্তব্য দিচ্ছে তা ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, 'আমি পুরোপুরি খবর নিয়ে জেনেছি, জেলে আছে ১১ হাজার। আজ (মঙ্গলবার) জামিন পেয়ে ২ হাজার বের হয়েছে। ২১ হাজার ভুয়া কথা। বিএনপি ভুয়া, মিথ্যাচার করে। বিএনপির নেতারা ভুয়া।'
তিনি বলেন, 'দেশে আসতে তারেকের সাহস নাই। সে এসে মোকাবিলা করত, রাজপথে থাকত, জেলে যেত। জেলে যেতে যার ভয় সে তো ভুয়া।'
আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, 'যারা ভোটে বাধা দেবে, মানুষকে ভোটকেন্দ্রে আসতে বাধা দেবে, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, তাদের পরাজিত করে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে ৫ম বারের মতো বিজয়ের বন্দরে পৌঁছে দেবে।'
ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি-জামায়াত ও সমমনা দল সব ভুয়া। বিএনপি হাঁটু ভাঙা, মাজা ভাঙা, কোমর ভাঙাদের নিয়ে জগাখিচুড়ি ঐক্য করেছে। বিএনপি আন্দোলন করে এই বছর পারল না। আগামী বছর আন্দোলন শুরু হবে। রোজার ঈদ, কোরবানির ঈদ করে পাঁচ বছর কেটে যাবে। পরের পাঁচ বছরের শেষে গিয়ে আবার আন্দোলন করবে।'
তিনি বলেন, 'বিএনপি নেতারা অন্ধকার থেকে বক্তৃতা করে। কুয়াশার মধ্যে ১০-১২ জন নিয়ে মিছিল করে। এটা নাকি আন্দোলন? বিএনপি ভুয়া, নেতা নাই। আন্দোলন করবে কাকে নিয়ে? নির্বাচন করবে কাকে নিয়ে?'
তিনি আরো বলেন, 'আইআরআই জরিপ করে বলেছে দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।' এছাড়াও রাজধানীতে যারা চলন্ত ট্রেনে আগুন দিয়ে চারটি প্রাণ খুন করেছে, যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে, তাদের ক্ষমা নেই বলেও জানান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'আজ মেয়েরা সুপ্রিম কোর্টের জাস্টিস, সচিবালয়ের সচিব। মেয়েরা যেখানেই যায় হয় ওসি, না হয় ইউএনও, হয় ডিসি না হয় এসপি। নারীদের এই সম্মান কে দিয়েছে? শেখ হাসিনা। বাংলার পুরুষের পাশাপাশি নারীরাও জেগেছে। তাই যারা বলে ৭ তারিখ ভোটার আসবে না, তাদের বলে দিলাম সেদিন নারীদের চেয়ে পুরুষের উপস্থিতি বেশি হবে।'
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ব্যাপক জনসমাগম হয়। সকাল ১১টা থেকেই ট্রাকে ও পায়ে হেঁটে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ইউনিটের ব্যানার ও ফেস্টুন দেখা যায়। দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।