বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়া উদ্বাস্তুর মতো কঠিন সময় পার করছে: রিজভী

বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়া উদ্বাস্তুর মতো কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসাথে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে মাতম আর মর্সিয়া চলছে বলে জানান তিনি।
আজ (বুধবার) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, "বিএনপির নেতাকর্মীদের যেন মানবাধিকার থাকতে নেই। সংবিধানে যতটুকু মানবাধিকার আছে সেইটুকু প্রয়োগেরও অধিকার নেই। হত্যা, লুণ্ঠন ও বন্দি হওয়াই যেন তাদের ভাগ্যের লিখন।"
তিনি আরও বলেন, "বিএনপির নেতাকর্মীর অনেককে বিগত ১৫ বছরে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি থাকলেও অনেকে আবার কোনো পদোন্নতি পায়নি। ব্যবসা-বাণিজ্য কেড়ে নেওয়া হয়েছে, দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। রাষ্ট্র এখন তার নাগরিকদের জীবন আর সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। রাষ্ট্র বলতেই এখন শুধু শেখ হাসিনা।"
সারা দেশে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হামলা-মামলা প্রসঙ্গে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৬৫ জনের অধিক বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। মোট মামলা হয়েছে ১৪টি, যাতে মোট আসামি ১৫৩০ জনের অধিক।
এ ছাড়াও গত ১৫ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর মোট ৫৬৯৫ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলে রিজভী দাবি করেন। দলটির দাবি অনুযায়ী, এই সময়ে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মোট মামলা হয়েছে ১৮৯টি। যাতে আসামি হয়েছে ২১৯৭৫ জনের অধিক নেতাকর্মী।