কলকাতার কার্যালয় থেকে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী কার্যকলাপ শুরু করেছেন: রিজভী

পশ্চিমবঙ্গের কলকাতায় কার্যালয় থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশবিরোধী কার্যকলাপ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, 'কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে। ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত শুরু হয়েছে। কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভেতরে এসব ঘটনার যে যোগসূত্র নেই, তা বলা যাবে না। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা সেখান থেকে বাংলাদেশবিরোধী কার্যকলাপ শুরু করেছেন।'
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সনাতনী সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, 'আমাদের লোক সংস্কৃতির মধ্যেও এই ধর্ম সমন্বয় আছে। মুসলিম-হিন্দু আমরা একটা বৃহত্তর সংস্কৃতির অংশ। আবার নিজ নিজ ধর্মের জন্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেও একটা সমন্বয় ছিল। এখানে কোনো বিভেদ ছিল না। এটাকে শেখ হাসিনা ভাঙতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন এই দেশ বিভেদ-বিভাজনে ভরপুর। সুতরাং আমাকে সমর্থন করো।'
তিনি আরও বলেন, 'শেখ হাসিনার আমলেই মন্দির-দেবালয় ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে। যারা ধরা পড়েছেন, তাদের বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের সঙ্গে জড়িত। তিনি (শেখ হাসিনা) দেশ ছেড়ে পালালেও তার ষড়যন্ত্র থামছে না। গতবার যে দুর্গাপূজা হলো, নানা ধরনের চক্রান্ত-ষড়যন্ত্র ছিল।'