নির্বাচন পর্যবেক্ষক হতে আরও ১৫০ সংস্থার আবেদন

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে আরও ১৫০টিরও বেশি দেশি বেসরকারি সংস্থা আবেদন করেছে।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ সহকারী পরিচালক আসাদুল হক টিবিএসকে বলেন, "এবার নতুন করে ১৫০টির অধিক দেশি পর্যবেক্ষক সংস্থা আবেদন করেছে। তবে এখনও পূর্ণ তালিকা করা হয়নি।"
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ৬৬টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
তবে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা কম হওয়ায় নিবন্ধনের জন্য আবারও আবেদন আহ্বান করে ইসি। গত ২৪ সেপ্টেম্বর ছিল এই আবেদন জমা দেওয়ার শেষদিন।
জানা যায়, গতবার যারা পর্যবেক্ষক নিবন্ধন থেকে বাদ পড়েছিল, তারাও এবার নতুন করে আবেদন করেছে।
এর আগে গত ৮ আগস্ট, আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হতে নিবন্ধনের জন্য আবেদন করা ১৯৯টির সংস্থার মধ্যে ৬৮টি দেশীয় সংস্থাকে বেছে নেয় নির্বাচন কমিশন।