নতুন দল নিবন্ধনের সময়সীমা ২ মাস বাড়ল, আবেদন করা যাবে ২২ জুন পর্যন্ত

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছি। আমাদের কাছে কমপক্ষে ২০টি দল রাজনৈতিক দল বিভিন্ন মেয়াদের সময় বাড়ানোর আবেদন করেছিল। এরই পরিপ্রেক্ষিতে আমরা সময় বাড়িয়েছি।
এদিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নতুন আবেদন জমা পড়েছে ৬৫টি। এছাড়া ৪৬টি দল সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও তালিকা তৈরি হচ্ছে।
উল্লেখ্য, গত মার্চে নতুন রাজনৈতিক দলগুলোর কাছে নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। আজ ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এরই মধ্যে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হলো।