বাংলাদেশ ২০%, ভারত ২৫%, পাকিস্তান ১৯%: কোন দেশ কত পাল্টা শুল্ক পেল?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার কয়েক ডজন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি বলেছেন, বিভিন্ন বাণিজ্য অংশীদারের সঙ্গে তার দেশের বাণিজ্য ঘাটতি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আলোচনার মাধ্যমে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য নির্ধারিত ১ আগস্টের সময়সীমার আগেই ট্রাম্প এই নতুন সমন্বিত পারস্পরিক শুল্কহার ঘোষণা করলেন।
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভারত ২৫ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনাম ২০ শতাংশ শুল্ক পেয়েছে।
কোন দেশের ওপর কী হারে শুল্ক চাপানো হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হলো। ব্রাজিলের মতো কিছু দেশের ক্ষেত্রে এখানে উল্লিখিত পাল্টা শুল্কের পাশাপাশি অতিরিক্ত শুল্কও আরোপ করা হয়েছে।
দেশভিত্তিক শুল্কের হার
দেশ |
শুল্কের হার |
অস্তট্রেলিয়া |
১০% |
আফগানিস্তান |
১৫% |
আলজেরিয়া |
৩০% |
অ্যাঙ্গোলা |
১৫% |
বাংলাদেশ |
২০% |
বলিভিয়া |
১৫% |
বসনিয়া ও হার্জেগোভিনা |
৩০% |
বতসোয়ানা |
১৫% |
ব্রাজিল |
১০% |
ব্রুনাই |
২৫% |
কম্বোডিয়া |
১৯% |
কানাডা |
৩৫% |
ক্যামেরুন |
১৫% |
চাদ |
১৫% |
কোস্টারিকা |
১৫% |
কোত দিভোয়ার |
১৫% |
ডিআর কঙ্গো |
১৫% |
ইকুয়েডর |
১৫% |
ইউরোপীয় ইউনিয়ন |
০%–১৫% |
ইকুয়েটোরিয়াল গিনি |
১৫% |
ইরাক |
৩৫% |
ইসরায়েল |
১৭% |
ফকল্যান্ড আইল্যান্ডস |
১০% |
ফিজি |
১৫% |
ঘানা |
১৫% |
গায়ানা |
১৫% |
আইসল্যান্ড |
১৫% |
ভারত |
২৫% |
ইন্দোনেশিয়া |
১৯% |
ইরাক |
৩৫% |
ইসরায়েল |
১৫% |
জাপান |
১৫% |
জর্ডান |
১৫% |
কাজাখস্তান |
২৫% |
লাওস |
৪০% |
লেসোথো |
১৫% |
লিবিয়া |
৩০% |
লিখটেনস্টাইন |
১৫% |
মাদাগাস্কার |
১৫% |
মালাউই |
১৫% |
মালয়েশিয়া |
১৯% |
মরিশাস |
১৫% |
মলদোভা |
২৫% |
মোজাম্বিক |
১৫% |
মিয়ানমার |
৪০% |
নামিবিয়া |
১৫% |
নাউরু |
১৫% |
নিউজিল্যান্ড |
১৫% |
নিকারাগুয়া |
১৮% |
নাইজেরিয়া |
১৫% |
উত্তর মেসিডোনিয়া |
১৫% |
নরওয়ে |
১৫% |
পাকিস্তান |
১৯% |
পাপুয়া নিউ গিনি |
১৫% |
ফিলিপাইন |
১৯% |
সার্বিয়া |
৩৫% |
দক্ষিণ আফ্রিকা |
৩০% |
দক্ষিণ কোরিয়া |
১৫% |
শ্রীলঙ্কা |
২০% |
সুইজারল্যান্ড |
৩৯% |
সিঙ্গাপুর |
১০% |
সিরিয়া |
৪১% |
তাইওয়ান |
২০% |
থাইল্যান্ড |
১৯% |
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো |
১৫% |
তিউনিসিয়া |
২৫% |
তুরস্ক |
১৫% |
উগান্ডা |
১৫% |
যুক্তরাজ্য |
১০% |
ভানুয়াতু |
১৫% |
ভেনেজুয়েলা |
১৫% |
ভিয়েতনাম |
২০% |
জাম্বিয়া |
১৫% |
জিম্বাবুয়ে |
১৫% |