১০ রানে বাংলাদেশের বাকি ৫ উইকেট নিতে চান ট্রট

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটা কেবলই বাংলাদেশের। পুরো ৯০ ওভার খেলা না হলেও প্রথম দিনই বড় সংগ্রহের পথে বেশ ভালোভাবেই এগোচ্ছে বাংলাদেশের ইনিংস।
শান্ত-জয়ের দুর্দান্ত ২১২ রানের জুটির পর মুশফিক-মিরাজ মিলে টেনে নিচ্ছেন দলের ইনিংস। শান্ত তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান। টসে জিতে ফিল্ডিং নেওয়া আফগানিস্তান নিশ্চয়ই এমন চিত্রনাট্য কল্পনা করেনি।
আফগান কোচ জোনাথন ট্রট এখনো দারুণ আশাবাদী। সংবাদ সম্মলেনে বললেন, প্রথম ৫ উইকেটের বিনিময়ে বাংলাদেশের রান যাই হোক, পরের ৫ উইকেট টপাটপ তুলে নিতে চায় তার দল, 'আমরা ১০ রানের মধ্যে বাংলাদেশের বাকি ৫ উইকেট তুলে নিতে চাই।'
তা ট্রট চাইতেই পারেন। তবে শিষ্যরা যে আজকে মোটেও ভালো বোলিং করেননি তাও স্বীকার করলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান, 'আমরা একদমই ভালো বল করি নি। আমাদের বল করার জায়গা ঠিক ছিলো না। সারাদিন আমরা ভুল জায়গায় বল করে গেছি। যা প্রতিপক্ষকে চাপে ফেলতে যথেষ্ট নয়।'
আগামীকাল বাংলাদেশকে অল্পতেই গুটিয়ে দিয়ে তুষ্ট থাকতে চান না ট্রট, 'আমরা লাঞ্চের আগেই ওদের ইনিংস শেষ করে দিতে চাই। এরপর নিজেরা ব্যাট করে ৫০০ রান করতে পারলে দারুণ হবে। এক ওভারের মধ্যে নতুন বল পাবো। আমার মনে হয় এটা করা সম্ভব।'