Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 28, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 28, 2025
চ্যাটজিপিটির সাহায্যে গল্প লেখার হিড়িক, গল্প জমা নেওয়া বন্ধ রাখলো ম্যাগাজিন! 

অফবিট

টিবিএস ডেস্ক
22 February, 2023, 02:40 pm
Last modified: 22 February, 2023, 03:07 pm

Related News

  • বিশ্বজুড়ে প্রতিভার অপচয়: ‘হারিয়ে যাওয়া আইনস্টাইনদের’ খুঁজবে কে?
  • চ্যাটজিপিটিই ছিল মার্কিন তরুণীর থেরাপিস্ট, আত্মহত্যার আগে লিখে দিয়েছিল সুইসাইড নোটও
  • আলবেনিয়ায় দুর্নীতি দমনের দায়িত্ব পেল এআই মন্ত্রী ‘ডিয়েলা’
  • শিক্ষকেরাও ব্যবহার করছেন চ্যাটজিপিটি, তবে কিছু শিক্ষার্থী এতে অখুশি
  • আধুনিক প্রযুক্তিতে উন্মোচিত হচ্ছে পাণ্ডুলিপির মুছে যাওয়া ইতিহাস

চ্যাটজিপিটির সাহায্যে গল্প লেখার হিড়িক, গল্প জমা নেওয়া বন্ধ রাখলো ম্যাগাজিন! 

চ্যাটজিপিটির সাহায্যে লেখা প্রচুর গল্প জমা পড়ায়, গল্প জমা নেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনী ও ফ্যান্টাসি ম্যাগাজিন ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিন।
টিবিএস ডেস্ক
22 February, 2023, 02:40 pm
Last modified: 22 February, 2023, 03:07 pm
ছবি: ফাস্ট কোম্পানি/গেটি ইমেজেস

চ্যাটজিপিটির সাহায্যে লেখা প্রচুর গল্প জমা পড়ায় নিজেদের প্রকাশনায় গল্প জমা নেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে আমেরিকান ম্যাগাজিন ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিন। সোমবার (২০ ফেব্রুয়ারি) টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন বৈজ্ঞানিক কল্পকাহিনী ও ফ্যান্টাসিভিত্তিক এই মাসিক ম্যাগাজিনের সম্পাদক নিল ক্লার্ক।

হুগো অ্যাওয়ার্ডজয়ী এ ম্যাগাজিনের সম্পাদক তার বিবৃতিতে বলেন, "গল্প জমা নেওয়ার প্রক্রিয়া আপাতত বন্ধ আছে। সেটা কেন তা অনুমান করা খুব কঠিন নয়।" তার এ বিবৃতির জবাবে জনৈক টুইটার ব্যবহারকারী যখন তাকে পরামর্শ দেন, নিল চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লেখা গল্পগুলো চিহ্নিত করতে এআই টুল (কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কোনো যন্ত্র) ব্যবহার করতে পারেন; তখন ক্লার্ক জবাব দেন- "এসব ডিটেকশন টুলের কোনোটাই আসলে তেমন নির্ভরযোগ্য না।"

২০২২ সালের শেষের দিকে, যখন ওপেনএআই'র চ্যাটজিপিটি টুল জনপ্রিয় হতে শুরু করে; তখন থেকে ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিনের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লেখা গল্প-উপন্যাস আসতে শুরু করে। বর্তমানে এটি চরম রূপ ধারণ করেছে জানিয়ে পাঁচদিন  আগেই একটি ব্লগপোস্ট লিখেছিলেন নিল ক্লার্ক। এরপরেই ম্যাগাজিনের সর্বশেষ সিদ্ধান্তটি আসে।

Submissions are currently closed. It shouldn't be hard to guess why.

— clarkesworld (@clarkesworld) February 20, 2023

ক্লার্কের প্রদত্ত ডেটা থেকে দেখা গেছে, ২০২২ সালের অক্টোবরের আগে ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিনকে প্লেজারিজম বা এআই অথবা চ্যাটবট দিয়ে লেখা গল্প-প্রবন্ধ পাঠানোর দায়ে প্রতি মাসে ২৫ জনেরও কম লেখককে নিষিদ্ধ করতে হতো। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫০ জনে দাঁড়ায়।

অন্যদিকে, ২০২৩ সালের জানুয়ারিতে একই অভিযোগে নিষিদ্ধের সংখ্যা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ১২০ জনে দাঁড়ায়। কিন্তু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, অর্থাৎ চলতি মাসে এক লাফে ৫০০ জনেরও বেশি মানুষকে নিষিদ্ধ করতে বাধ্য হয় ম্যাগাজিনটি।

অন্যান্য সম্পাদকদের সাথে কথা বলে নিল ক্লার্ক দেখেছেন, তার ম্যাগাজিনের ক্ষেত্রে এই নকল লেখা জমা দেওয়ার পরিমাণ অনেক বেশি। তার ভাষ্যে, "এসব লেখা ফিরিয়ে দেওয়া বা নিষিদ্ধ করা এতদিন খুব সহজ ছিল, কিন্তু এখন এটি যে হারে বাড়ছে তাতে নিয়মে পরিবর্তন আনা অত্যাবশ্যক। আর প্রযুক্তিও দিন দিন উন্নতই হচ্ছে, ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এবং নকল লেখা চিহ্নিত করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।"

Updated version of the graph. pic.twitter.com/dDeWDhHZiM— clarkesworld (@clarkesworld) February 21, 2023

ক্লার্ক আরও যোগ করেন, তার ম্যাগাজিনের মতো যেসব প্রকাশনা আছে তাদের হয়তো লেখা জমা নেওয়ার ক্ষেত্র সীমাবদ্ধ করতে হবে এবং শুধুমাত্র 'পরিচিত' লেখকদের কাছ থেকে লেখা গ্রহণ করতে হবে; কিংবা জমাদানকারীকে নিজের কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে যা দিয়ে তাকে চেনা যায়। কিন্তু এসবের কোনো উপায়ই নিল ক্লার্কের মনঃপূত হচ্ছে না।

তিনি বলেন, "এটা খুবই স্পষ্ট যে ব্যবসা টেকসই হবে না এবং এ পদ্ধতি অবলম্বন করলে হয়তো তা নতুন ও আন্তর্জাতিক লেখকদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।"

নিল ক্লার্কের ব্লগপোস্টে অনেকেই তার সাথে সহমত প্রকাশ করলেও, কেউ কেউ আবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়াকে সমর্থন করেছেন। জনৈক ব্যক্তি লেখেন, "আমার আইডিয়াগুলো চ্যাটজিপিটিকে দিতে পারা এবং সেগুলো গুছিয়ে আনা, আমার সঙ্গে গল্পের চরিত্র সেজে কথা বলা- এগুলো আমার খুবই দরকার ছিল। বলা যায়, এভাবে আমি পুরো একটা উপন্যাস তৈরি করেছি।"

কিন্তু একথা বলাই বাহুল্য যে- উপন্যাস 'তৈরি করা' আর উপন্যাস 'লেখা'র মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কিন্তু বাস্তব আর বৈজ্ঞানিক কল্পকাহিনীর মধ্যে যখন সংঘর্ষ হয় তখন এমনটাই ঘটে!

সূত্র: ফাস্ট কোম্পানি 

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / ম্যাগাজিন / সায়েন্স ফিকশন / গল্প জমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কিয়ার স্টারমারের সঙ্গে আমিরুল ইসলাম (ডানে)। ফাইল ছবি
    ৪১ জন আত্মীয়-পরিজনকে আনতে ভিসার তদবির, যুক্তরাজ্যে তদন্তের মুখে লেবারদলের মেয়র
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে যেভাবে ২৭ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
    স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে যেভাবে ২৭ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: টিবিএস
    প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৯ জন নিহত
  • নিষেধাজ্ঞা পেছাতে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের পক্ষে আনা প্রস্তাবে মাত্র চারটি দেশ সমর্থন দেয়। ছবি: রয়টার্স
    রাশিয়া, চীনের চেষ্টা ব্যর্থ, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে
  • পিয়ানোর আভিজাত্য: ঢাকায় পিয়ানো কারা শেখে, কোথায় শেখে
    পিয়ানোর আভিজাত্য: ঢাকায় পিয়ানো কারা শেখে, কোথায় শেখে

Related News

  • বিশ্বজুড়ে প্রতিভার অপচয়: ‘হারিয়ে যাওয়া আইনস্টাইনদের’ খুঁজবে কে?
  • চ্যাটজিপিটিই ছিল মার্কিন তরুণীর থেরাপিস্ট, আত্মহত্যার আগে লিখে দিয়েছিল সুইসাইড নোটও
  • আলবেনিয়ায় দুর্নীতি দমনের দায়িত্ব পেল এআই মন্ত্রী ‘ডিয়েলা’
  • শিক্ষকেরাও ব্যবহার করছেন চ্যাটজিপিটি, তবে কিছু শিক্ষার্থী এতে অখুশি
  • আধুনিক প্রযুক্তিতে উন্মোচিত হচ্ছে পাণ্ডুলিপির মুছে যাওয়া ইতিহাস

Most Read

1
কিয়ার স্টারমারের সঙ্গে আমিরুল ইসলাম (ডানে)। ফাইল ছবি
আন্তর্জাতিক

৪১ জন আত্মীয়-পরিজনকে আনতে ভিসার তদবির, যুক্তরাজ্যে তদন্তের মুখে লেবারদলের মেয়র

2
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে যেভাবে ২৭ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে যেভাবে ২৭ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

3
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: মির্জা ফখরুল

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৯ জন নিহত

5
নিষেধাজ্ঞা পেছাতে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের পক্ষে আনা প্রস্তাবে মাত্র চারটি দেশ সমর্থন দেয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া, চীনের চেষ্টা ব্যর্থ, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে

6
পিয়ানোর আভিজাত্য: ঢাকায় পিয়ানো কারা শেখে, কোথায় শেখে
ফিচার

পিয়ানোর আভিজাত্য: ঢাকায় পিয়ানো কারা শেখে, কোথায় শেখে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net