আলবেনিয়ায় দুর্নীতি দমনের দায়িত্ব পেল এআই মন্ত্রী ‘ডিয়েলা’

অনলাইনে সরকারি সেবা নিতে নাগরিকদের সহায়তা করে আসা একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী ঘোষণা করেছে আলবেনিয়া। সরকারি ক্রয় বা টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি কমাতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
ডিজিটাল এই সহকারীটির নাম 'ডিয়েলা', আলবেনীয় ভাষায় যার অর্থ সূর্য। চলতি বছরের জানুয়ারি থেকে এটি আলবেনিয়ার রাষ্ট্রীয় পোর্টাল 'ই-আলবেনিয়া'র মাধ্যমে দেশটির ব্যবহারকারীদের সহায়তা করে আসছে।
প্রধানমন্ত্রী এডি রামা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বলেন, 'শারীরিকভাবে অনুপস্থিত 'ডিয়েলা', মন্ত্রিসভার প্রথম সদস্য। এআই দিয়ে ভার্চুয়ালি তৈরি 'ডিয়েলা' আলবেনিয়াকে এমন একটি দেশে পরিণত করতে সাহায্য করবে যেখানে সরকারি ব্যয় একশো ভাগ দুর্নীতিমুক্ত হবে।'
পার্টির সম্মেলনে নিজের টানা চতুর্থবার সরকার গঠনের ঘোষণা দিতে গিয়ে রামা জানান, ই-আলবেনিয়া পোর্টালে ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাক পরা 'ডিয়েলা' এখন থেকে সরকারি ক্রয় প্রক্রিয়ার সেবক হবে।
তিনি বলেন, 'সরকারি টেন্ডারের বিজয়ী নির্ধারণের দায়িত্ব ধাপে ধাপে মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হবে এবং এ দায়িত্ব পালন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর ফলে টেন্ডার প্রক্রিয়ায় সরকারি ব্যয়ের সবকিছু একশো ভাগ স্বচ্ছ থাকবে।'
তিনি আরও বলেন, ''সরকার প্রতিটি টেন্ডারের মাধ্যমে বেসরকারি কোম্পানির সঙ্গে যে চুক্তি করবে, 'ডিয়েলা' সেগুলো পর্যালোচনা ও মূল্যায়ন করবে।''
মে মাসে পুনর্নির্বাচিত হওয়া এডি রামা অবশ্য এর আগেও এআই'কে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে আলবেনিয়ায় সরকারি টেন্ডার নিয়ে দুর্নীতিরর অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশটি আন্তর্জাতিক অপরাধচক্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মাদক ও অস্ত্র চোরাচালান থেকে অর্জিত অর্থ সাদা করা হয় দেশটিতে। আর এ দুর্নীতি সরকারের শীর্ষ স্তর পর্যন্ত বিস্তৃত।
আলবেনীয় গণমাধ্যম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, প্রশাসনিক ক্ষমতা পরিচালনায় আলবেনিয়া সরকারের চিন্তাভাবনা ও প্রয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। যেহেতু প্রযুক্তিকে কেবল একটি হাতিয়ার হিসেবে নয়, বরং শাসন ব্যবস্থার সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তবে দেশটির সবাই এই উদ্যোগে আস্থা রাখছেন না। অনেকের মতে, আলবেনিয়ায় ডিয়েলাও দুর্নীতিগ্রস্ত হবে।