'রোনালদোর নাম শুনলেই পায়ের রক্ত মাথায় উঠে যায়'
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়ে প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে ম্যাচশেষে এক সমর্থকের ফোন আছাড় মেরে ভেঙ্গে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এভারটনের সেই সমর্থক ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী। বিষয়টি নিয়ে তখনই সমালোচনার ঝড় বয়ে যায়। এবার মুখ খুলেছেন সেই সমর্থকের মা।
নিজের সন্তানের সঙ্গে এহেন আচরণ কোন মা-ইবা সহ্য করবেন! ওই ঘটনার পর রোনালদোর নাম শুনলেও রাগে রক্ত গরম হয়ে যায় বলে জানিয়েছেন জ্যাকবের মা। এমনকি, রোনালদো এর জন্য ঠিকঠাকভাবে ক্ষমাও চাননি বলে দাবি করেছেন তিনি।
ক্ষমা চাওয়ার জন্য অবশ্য জ্যাকবের মা'কে ফোনে কল দিয়েছিলেন রোনালদো। কিন্তু সেখানেও নাকি তিনি নিজের সম্পর্কেই কথা বলে গেছেন বলে দাবি জ্যাকবের মা'র, 'রোনালদো এখন পর্যন্ত আমার ছেলের সাথে যা করেছে তার জন্য ক্ষমা চায়নি। সে একবার কল করেছিল, কিন্তু পুরোটা সময় শুধু নিজের সম্পর্কেই বলে গিয়েছে।'
জ্যাকবের সাথে এই ঘটনা ঘটার পর তাকে এবং তার পরিবারকে অনেক ভুগতে হয়েছে বলে জানিয়েছেন জ্যাকবের মা। সেইসাথে রোনাদোর আসল চরিত্র কেমন সেটিও বোঝা হয়ে গেছে তার, 'ওই ঘটনার পরে আমি জ্যাকবকে নিয়ে কোথাও যেতে পারিনি। সব জায়গায় আমাদের দিকে অদ্ভুতভাবে তাকাতো লোকজন। আমরা কখনো টাকা চাইনি, শুধু ঠিকঠাক একটা ক্ষমা প্রার্থনা চেয়েছিলাম।'
রোনালদোর চরিত্র সম্পর্কে জ্যাকবের মা যোগ করেন, 'তাকে ম্যানচেস্টার ইউনাইটেড বের করে দিয়েছে। পর্তুগালেও দলেও সুযোগ পায়নি। সবাই বুঝে গেছে, ও আসলে কেমন চরিত্রের মানুষ।'
সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়ে রোনালদোর প্রতি বছরে এতো টাকা উপার্জন করা নিয়েও আপত্তি জ্যাকবের মা'র, 'আমি খুবই ব্যথিত যে ও এইভাবে টাকার বড়াই দেখাচ্ছে। মানুষ যেখানে ঠিকমতো খেতেই পাচ্ছে না সেখানে টাকার গরম দেখানো অযৌক্তিক। আমি চাই সে যেন খেলা ছেড়ে চলে যায়।'
