ট্রাম্প ‘অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত’ ছিলেন: ক্যাপিটল হিলে হামলার মামলার সাক্ষ্যে জ্যাক স্মিথ
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পরিচালিত ফৌজদারি তদন্তের বিষয়ে নিজের প্রথম প্রকাশ্যে সাক্ষ্য দেওয়ার সময় সাবেক বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি শত শত দাঙ্গাকারী যখন মার্কিন ক্যাপিটলে হামলা চালায়, সেই সহিংসতার জন্য প্রেসিডেন্ট নিজেই দায়ী ছিলেন। খবর বিবিসির।
স্মিথ কংগ্রেসনাল কমিটিকে বলেন, তার বিশ্বাস—উভয় মামলাতেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য তার দলের কাছে 'যথেষ্ট প্রমাণ' এবং পর্যাপ্ত তথ্য ছিল। একটি মামলা ছিল ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার কথিত চেষ্টা নিয়ে এবং অন্যটি ছিল প্রথমবার ক্ষমতা ছাড়ার পর অবৈধভাবে গোপন নথি নিজের কাছে রাখার অভিযোগ নিয়ে।
উভয় মামলাতেই ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং গত বছর তিনি পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার পর মামলাগুলো তুলে নেওয়া হয়।
ইংরেজি নববর্ষের প্রাক্কালে রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটি স্মিথের দেওয়া ব্যক্তিগত সাক্ষ্যের ২৫৫ পৃষ্ঠার প্রতিলিপি প্রকাশ করেছিল, তবে বৃহস্পতিবারের পাঁচ ঘণ্টার এই শুনানিটি ছিল এই বিষয়ে সরাসরি তার কথা শোনার জন্য জনসাধারণের প্রথম সুযোগ।
আইনপ্রণেতাদের প্রশ্নোত্তরে নতুন কোনো তথ্য খুব একটা উঠে আসেনি; রিপাবলিকানরা বারবার অভিযোগ করেছেন, এই মামলাগুলো ছিল ট্রাম্পের ওপর রাজনৈতিক হামলা এবং স্মিথ নির্দিষ্ট কিছু রিপাবলিকান নেতার ফোনের রেকর্ড তলব করে তাদের ওপর গোয়েন্দাগিরি করেছেন। অন্যদিকে, ডেমোক্র্যাটরা ৬ জানুয়ারির দাঙ্গায় ট্রাম্পের কথিত অপরাধের দিকে নজর দেন এবং স্মিথ ও তার তদন্তের ভূয়সী প্রশংসা করেন।
এই শুনানির চারটি মূল সারসংক্ষেপ নিচে দেওয়া হলো।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে স্মিথের কোনো অনুশোচনা নেই
স্মিথ আইনপ্রণেতাদের বলেছেন, উভয় ফৌজদারি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্তে তিনি অনুতপ্ত নন।
তিনি বলেন, 'যদি আজ একই তথ্যের ভিত্তিতে একজন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয়, তবে সেই প্রেসিডেন্ট রিপাবলিকান নাকি ডেমোক্র্যাট—তা বিবেচনা না করেই আমি মামলা করতাম। আমাদের দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং আইন অনুযায়ী তাকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন ছিল। তাই আমি যা করার, তা-ই করেছি।'
সাবেক এই বিশেষ কৌঁসুলি বলেন, তার দল এমন 'অপ্রতিরোধ্য প্রমাণ' সংগ্রহ করেছিল যা উভয় মামলাতেই সাজা নিশ্চিত করতে পারত।
নির্বাচন হস্তক্ষেপের মামলা প্রসঙ্গে স্মিথ বলেন, 'এখানকার তথ্য-প্রমাণ এটি স্পষ্ট করে দিয়েছে যে—প্রেসিডেন্ট ট্রাম্পই ছিলেন এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় অপরাধী এবং সবচেয়ে বেশি দায়ী ব্যক্তি।'
স্মিথ যুক্তি দিয়ে বলেন, ৬ জানুয়ারি সংঘটিত অপরাধগুলো ট্রাম্পের স্বার্থেই করা হয়েছিল। তিনি বলেন, 'এই মামলার অংশ হিসেবে ক্যাপিটলে যে হামলা হয়েছিল, তা তাকে (ট্রাম্প) ছাড়া ঘটা সম্ভব ছিল না। অন্যান্য সহ-ষড়যন্ত্রকারীরা তার সুবিধার জন্যই এসব করেছিল।'
স্মিথ মনে করেন ট্রাম্প তাকে টার্গেট করেই চলবেন
একজন আইনপ্রণেতা স্মিথকে জিজ্ঞেস করেন, তার করা তদন্তগুলোর কারণে বিচার বিভাগ কর্তৃক তিনি নিজে অভিযুক্ত হওয়ার আশঙ্কা করেন কি না। বর্তমানে প্যাম বন্ডি এই বিভাগের নেতৃত্বে রয়েছেন, যার সাথে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
বাইডেন প্রশাসনের সময় সাবেক অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড কর্তৃক নিযুক্ত স্মিথ বলেন, 'আমি বিশ্বাস করি তারা (বিচার বিভাগ) আমাকে অভিযুক্ত করার জন্য তাদের সাধ্যমতো সবকিছুই করবে, কারণ প্রেসিডেন্ট তাদের সেই আদেশ দিয়েছেন।'
স্মিথ আরও বলেন, তাকে এবং তার করা তদন্ত নিয়ে ট্রাম্পের বারবার দেওয়া বক্তব্যগুলো মূলত 'আমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে'।
তিনি বলেন, 'আমি ভয় পাব না। আমি মনে করি এই বক্তব্যগুলো অন্যদের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও দেওয়া হচ্ছে যে—কেউ যদি তার (ট্রাম্প) বিরুদ্ধে দাঁড়ায় তবে তাদের পরিণতি কী হবে।'
গ্রীষ্মকালে কেন্দ্রীয় কর্মকর্তারা স্মিথের বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেন। ঠিক কোন বিষয়ে তদন্ত করা হচ্ছে তা অস্পষ্ট, তবে 'অফিস অব দ্য স্পেশাল কাউন্সিল' (ওএসসি)—যারা এই তদন্ত শুরু করেছে—তাদের স্মিথকে ফৌজদারিভাবে অভিযুক্ত করার ক্ষমতা নেই। তারা কেবল বিভাগীয় ব্যবস্থা নিতে পারে অথবা তাদের তদন্তের ফলাফল বিচার বিভাগের কাছে পাঠাতে পারে।
শুনানির পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, 'আজকের সাক্ষ্যের ভিত্তিতে এতে কোনো সন্দেহ নেই যে—বিকারগ্রস্ত জ্যাক স্মিথকে তার কর্মকাণ্ডের জন্য বিচারের আওতায় আনা উচিত।'
৬ জানুয়ারির ঘটনা নিয়ে আইনপ্রণেতাদের দৃষ্টিভঙ্গি এখনো রাজনৈতিকভাবে বিভক্ত
শুনানিতে জ্যাক স্মিথের পেছনের সারিতে বসা ক্যাপিটল পুলিশের চারজন সাবেক কর্মকর্তা প্রায়ই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন যখন আইনপ্রণেতারা তাদের কথা উল্লেখ করছিলেন।
এই চারজন কর্মকর্তা, যারা ৬ জানুয়ারি ক্যাপিটল হিল রক্ষার দায়িত্বে ছিলেন, সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প এবং রিপাবলিকানরা যেভাবে সেই দিনটির বর্ণনা দিচ্ছেন তা নিয়ে তাদের হতাশার কথা বারবার প্রকাশ্যে বলেছেন।
অনেক রিপাবলিকান আইনপ্রণেতা—যাদের মধ্যে কেউ কেউ শুরুতে এই হামলার নিন্দা জানিয়েছিলেন—তারা এখন বলছেন, ট্রাম্প দাঙ্গাকারীদের উসকে দেননি এবং বিক্ষোভকারীরা কোনো অন্যায় করেনি।
শুনানি চলাকালীন টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি ট্রয় নেহলস বিশেষভাবে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দাঙ্গার দায় ইউএস ক্যাপিটল পুলিশের ওপর বর্তায়, ট্রাম্পের ওপর নয়।
নেহলস বলেন, 'আপনারা সবাই সেই দিনটি মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলেন না এবং এটি ঘটেছিল কারণ আপনাদের নেতৃত্ব আপনাদের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করতে ব্যর্থ হয়েছিল। এটি তাদের ভুল ছিল, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল না।'
এই মন্তব্যের পর শুনানিতে উপস্থিত দর্শকদের মধ্য থেকে অনেকে আইনপ্রণেতাদের উদ্দেশ করে চিৎকার শুরু করেন, যা শুনানির পরিবেশকে কয়েকবার উত্তপ্ত করে তুলেছিল।
হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম দিনেই দাঙ্গার সাথে জড়িত বা অভিযুক্তেএক হাজারের বেশি মানুষকে ট্রাম্পের দেওয়া গণ-ক্ষমা সম্পর্কেও স্মিথকে প্রশ্ন করা হয়েছিল। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা বা আইন প্রয়োগকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল।
সাবেক এই বিশেষ কৌঁসুলি বলেন, তিনি বুঝতে পারছেন না কেন ট্রাম্প তাদের ক্ষমা করেছেন। তিনি আরও বলেন, 'আমাদের মধ্যে যারা যুক্তিবাদী, তারা সবাই জানি যে এই মানুষগুলো ভবিষ্যতে আরও অপরাধ করতে যাচ্ছে।'
তিনি বলেন, 'যারা পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করেছে, তাদের কেন আপনি গণ-ক্ষমা করবেন—তা আমি বুঝতে পারছি না। আমি এটি বুঝিনি এবং কোনোদিন বুঝবও না।'
সাক্ষ্যদান শেষ হওয়ার পর স্মিথ উপস্থিত চারজন সাবেক পুলিশ কর্মকর্তার প্রত্যেকের সাথে হাত মেলান।
ট্রাম্প এখনো স্মিথের ওপর কড়া নজর রাখছেন
স্মিথ যখন আইনপ্রণেতাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোস-এ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সফর থেকে ফেরার পথে এই শুনানি নিয়ে মন্তব্য পোস্ট করেন।
প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, 'বিকারগ্রস্ত জ্যাক স্মিথ কংগ্রেসের সামনে শোচনীয়ভাবে পরাজিত হচ্ছেন। যখন তারা তার অতীতের ব্যর্থতা এবং অন্যায় বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করেছিল, তখনই সব শেষ হয়ে গেছে।'
ট্রাম্প স্মিথের বিরুদ্ধে 'বৈধতার ছদ্মবেশে অনেক জীবন ধ্বংস' করার অভিযোগ আনেন।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, 'জ্যাক স্মিথ একজন বিকারগ্রস্ত পশু, যাকে আইন পেশা চালিয়ে যেতে দেওয়া উচিত নয়। তিনি যদি একজন রিপাবলিকান হতেন, তবে তার লাইসেন্স কেড়ে নেওয়া হতো এবং তার চেয়েও ভয়াবহ কিছু ঘটত!'
ট্রাম্প আরও বলেন, তিনি আশা করছেন 'অ্যাটর্নি জেনারেল স্মিথের কর্মকাণ্ডের দিকে নজর দিচ্ছেন'। তিনি ডেমোক্র্যাটদের উদ্দেশ করে বলেন, 'আমাদের দেশকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তার জন্য তাদের বড় মূল্য দিতে হবে।'
