ইরানে বিক্ষোভে নিহতের নিশ্চিত সংখ্যা অন্তত পাঁচ হাজার
ইরানে চলমান বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার (১৮ জানুয়ারি) একজন ইরানি সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। নির্দোষ ইরানিদের হত্যার জন্য তিনি সন্ত্রাসী এবং সশস্ত্র দাঙ্গাকারীদের দায়ী করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং নিহতের সর্বোচ্চ ঘটনা ঘটেছে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। এই অঞ্চলে কুর্দিরা দীর্ঘদিন ধরে সক্রিয় এবং বিগত সময়ের অস্থিরতাগুলোতেও এই এলাকাগুলোতেই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে।
একইরকম তথ্য দিয়েছে নরওয়েভিত্তিক ইরানি কুর্দি মানবাধিকার সংস্থা 'হেনগাও'। তারা জানিয়েছে, গত ডিসেম্বর মাসের শেষের দিকে শুরু হওয়া এই বিক্ষোভে সবচেয়ে তীব্র সংঘর্ষের ঘটনাগুলো উত্তর-পশ্চিমের কুর্দি এলাকাগুলোতে সংগঠিত হয়।
ওই কর্মকর্তা আরও জানান, নিহতের চূড়ান্ত সংখ্যা আর খুব একটা বাড়বে না বলে আশা করা হচ্ছে। তিনি দাবি করেন, ইসরায়েল এবং বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো রাজপথে নামা বিক্ষোভকারীদের সহায়তা ও সরঞ্জাম দিয়েছে।
ইরান কর্তৃপক্ষ নিয়মিতভাবে দেশটিতে চলমান অস্থিরতার জন্য তাদের শত্রু ইসরায়েলসহ বিদেশি শক্তিগুলোকে দায়ী করে আসছে। উল্লেখ্য, গত জুন মাসে ইরান লক্ষ্য করে সামরিক হামলা চালিয়েছিল ইসরায়েল।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ গত শনিবার (১৭ জানুয়ারি) জানিয়েছে, তাদের হিসেবে নিহতের সংখ্যা ৩ হাজার ৩০৮ জনে পৌঁছেছে। এছাড়া আরও ৪ হাজার ৩৮২টি মৃত্যুর ঘটনা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। সংস্থাটি আরও নিশ্চিত করেছে, বিক্ষোভের শুরু থেকে এখন পর্যন্ত ২৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
