ইন্দোনেশিয়ায় অন্তত ১০ আরোহীসহ নজরদারি বিমান নিখোঁজ, চলছে তল্লাশি
তিন সরকারি কর্মকর্তা ও অন্তত সাতজন ক্রু নিয়ে ইন্দোনেশিয়ায় একটি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) জাকার্তা থেকে মাকাসার অভিমুখে যাওয়ার পথে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।
দেশটির মৎস্য বিভাগের ওই নজরদারি বিমানটির খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আন্দি সুলতান জানান, শনিবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ইয়োগিয়াকার্তা প্রদেশ থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের দিকে যাচ্ছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস এলাকায় এটি রাডারের বাইরে চলে যায়। নিখোঁজ এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটি পরিচালনা করছিল ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট।
বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, তা নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। দেশটির সমুদ্র ও মৎস্যবিষয়ক মন্ত্রী সাকতি ওয়াহিউ ট্রেংগোনো সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের তিন কর্মী ওই বিমানে ছিলেন। উদ্ধারকারী কর্মকর্তা সুলতান জানান, বিমানে ক্রু ছিলেন আটজন। তবে বার্তা সংস্থা এএফপি বলছে, এয়ারলাইন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ক্রুর সংখ্যা সাত।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা অন্তরাকে মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তা পুং নুগ্রহ সাকসোনো বলেন, বিমানটি তাদের মন্ত্রণালয় ভাড়া করেছিল।
উদ্ধারকর্মীদের ধারণা, বুলুসারাং পর্বতের চূড়ার কাছাকাছি কোথাও বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। নিখোঁজদের সন্ধানে সেনা ও পুলিশসহ প্রায় ৪০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের অসমর্থিত তথ্য বলছে, জাভা সাগরের ওপর দিয়ে প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় পূর্ব দিকে উড়ছিল বিমানটি। এরপর হঠাৎই এটি উচ্চতা হারাতে শুরু করে এবং ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায়।
এটিআর ৪২-৫০০ একটি আঞ্চলিক টার্বোপ্রপ বিমান, যা সাধারণত ৪২ থেকে ৫০ জন যাত্রী বহনে সক্ষম। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান এটিআর জানিয়েছে, তারা এই 'দুর্ঘটনা' সম্পর্কে অবগত এবং ইন্দোনেশিয়ার তদন্তকারী ও পরিচালনাকারী সংস্থাকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনার ইতিহাস বেশ পুরোনো। বিশাল দ্বীপরাষ্ট্রটিতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে।
