ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে বাড়ল ৪ ডলার
ইরানে চলমান অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অস্থিরতা আরও বৃদ্ধি পেলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বার্কলেস এক প্রতিবেদনে জানিয়েছে, 'আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে, ইরানে চলমান অস্থিরতার কারণে ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রভাবে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ৩ থেকে ৪ ডলার বৃদ্ধি পেয়েছে।'
জাপানি আর্থিক প্রতিষ্ঠান আইএনজি এর কমোডিটিস কৌশলবিদরা জানিয়েছেন, দেশজুড়ে বিক্ষোভ তীব্র হওয়ার পর থেকেই তেলের এই মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন, যা বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক-এর অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ইরান বর্তমানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভের মোকাবিলা করছে।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি বাজারের জন্য ইরানের এই রাজনৈতিক অস্থিরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ, তাই সেখানে যেকোনো ধরনের সংঘাত বা পরিস্থিতির অবনতি বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করতে পারে অথবা ভূ-রাজনৈতিক ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
