‘আর ইউ ডেড?’: একা থাকা ব্যক্তির মৃত্যু হলে জানাবে যে অ্যাপ, তরুণদের কাছে ভাইরাল!
চীনে ঝড় তুলেছে অদ্ভুত নামের এক নতুন অ্যাপ। নাম শুনলে যে কারও গা শিউরে উঠতে পারে। অ্যাপটির নাম 'আর ইউ ডেড?' বা 'আপনি কি মৃত?'।
নামটা ভয়ংকর শোনালেও এর কাজ খুবই সাধারণ। ব্যবহারকারীকে প্রতি দুই দিনে একবার অ্যাপে ঢুকে জানাতে হবে যে তিনি বেঁচে আছেন। এর জন্য একটি বড় বোতামে চাপ দিতে হবে। যদি নির্দিষ্ট সময়ে কেউ বোতাম না চাপেন, তবে অ্যাপটি ধরে নেবে তিনি বিপদে আছেন। তখন এটি আগে থেকে ঠিক করে রাখা জরুরি পরিচিত নম্বরে যোগাযোগ করবে। জানিয়ে দেবে ওই ব্যক্তি হয়তো কোনো সমস্যায় পড়েছেন।
গত বছরের মে মাসে অ্যাপটি চালু হয়। তখন খুব একটা সাড়া পড়েনি। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি নিয়ে হুলস্থুল পড়ে গেছে। চীনের শহরগুলোতে একা বসবাসকারী তরুণ-তরুণীরা দলে দলে এটি ডাউনলোড করছেন।
এর ফলে এটি এখন দেশটিতে টাকার বিনিময়ে কেনা বা 'পেইড অ্যাপ'-এর তালিকায় শীর্ষে উঠে এসেছে।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে ২০৩০ সালের মধ্যে চীনে একা বসবাসকারী মানুষের সংখ্যা ২০ কোটিতে পৌঁছাতে পারে।
এই বিশাল জনগোষ্ঠীকেই লক্ষ্য বানিয়েছে অ্যাপটি। তারা নিজেদের পরিচয় দেয় 'নিরাপত্তা সঙ্গী' হিসেবে। একা অফিস করা কর্মী, পরিবারের বাইরে থাকা শিক্ষার্থী বা যারা একাকী জীবন বেছে নিয়েছেন—সবার জন্যই এটি তৈরি।
চীনের সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারী লিখেছেন, 'জীবনের যেকোনো পর্যায়ে একা থাকা মানুষের জন্য এমন কিছু দরকার। বিশেষ করে যারা অন্তর্মুখী, বিষণ্নতায় ভুগছেন বা বেকার—তাদের জন্য এটি জরুরি।'
আরেকজন লিখেছেন, 'একা থাকা মানুষের ভয় থাকে যে, মরে গেলে কেউ জানবেও না। সাহায্যের জন্য ডাকার কেউ নেই। মাঝে মাঝে ভাবি, একা মরে গেলে আমার লাশ কে নেবে?'
৩৮ বছর বয়সী উইলসন হৌ তার পরিবার থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে থাকেন। তিনি জানান, ঠিক এই ভয়ের কারণেই তিনি অ্যাপটি নামিয়েছেন।
উইলসন রাজধানী বেইজিংয়ে কাজ করেন। সপ্তাহে দুবার তিনি স্ত্রী-সন্তানের কাছে যান। কিন্তু প্রকল্পের কাজের জন্য তাকে দূরে থাকতে হয় এবং বেশির ভাগ সময় কর্মস্থলেই ঘুমাতে হয়।
তিনি বলেন, 'আমার ভয় হয়, ভাড়া বাসায় যদি একা মরে যাই, কেউ জানবেও না। তাই অ্যাপটি নামিয়েছি এবং জরুরি যোগাযোগের জন্য মায়ের নম্বর দিয়েছি।'
তিনি আরও জানান, অ্যাপটি বাজারে আসার পরপরই তিনি নামিয়ে ফেলেছিলেন। তার ভয় ছিল, নেতিবাচক নামের কারণে এটি নিষিদ্ধ হতে পারে।
অনেকে অবশ্য অ্যাপটির এমন 'অশুভ' নামের সমালোচনা করেছেন। তারা বলছেন, এতে সাইন-আপ করলে কপাল পুড়তে পারে বা অমঙ্গল হতে পারে।
কেউ কেউ নাম বদলে ইতিবাচক কিছু রাখার পরামর্শ দিয়েছেন। যেমন—'আপনি কি ঠিক আছেন?' বা 'কেমন আছেন?'।
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান মুনস্কেপ টেকনোলজিস। তারা স্বীকার করেছে, এই অদ্ভুত ও চটকদার নামের কারণেই অ্যাপটি এত সফল। তবে তারা সমালোচনা মেনে নিয়ে নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে।
আন্তর্জাতিক বাজারে অ্যাপটি 'ডেমুমু' নামে পরিচিত। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও হংকংয়ে এটি শীর্ষ দুইয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়া ও স্পেনেও এটি সেরা চারে। সম্ভবত বিদেশে থাকা চীনা নাগরিকরাই এটি বেশি ব্যবহার করছেন।
বর্তমান নামটি চীনের জনপ্রিয় খাবার ডেলিভারি অ্যাপ 'আর ইউ হাঙ্গরি?' বা 'ক্ষুধা লেগেছে?'-এর সঙ্গে মিলিয়ে রাখা। চীনা ভাষায় খাবারের অ্যাপটির নাম 'ই-লে-মা', আর এই অ্যাপটির নাম 'সি-লে-মা' (মারা গেছেন কি?)। শুনতে প্রায় একই রকম।
শুরুতে এটি ফ্রি ছিল। এখন এটি ব্যবহার করতে টাকা লাগে। যদিও দাম খুব কম, মাত্র ৮ ইউয়ান (১.১৫ ডলার বা প্রায় ১৪০ টাকা)।
অ্যাপটির নির্মাতাদের সম্পর্কে খুব বেশি জানা যায় না। তবে তারা জানিয়েছেন, তারা তিনজন এবং সবার জন্ম ১৯৯৫ সালের পর। হেনান প্রদেশের ঝেংঝু থেকে ছোট একটি দল নিয়ে তারা এটি বানিয়েছেন।
অ্যাপটির মূল্য এখন অনেক বেড়েছে। মিস্টার গুও নামে দলের একজন সদস্য চীনা সংবাদমাধ্যমকে জানান, তারা কোম্পানির ১০ শতাংশ শেয়ার ১০ লাখ ইউয়ানে বিক্রি করে তহবিল সংগ্রহের পরিকল্পনা করছেন। অথচ অ্যাপটি বানাতে তাদের খরচ হয়েছিল মাত্র ১ হাজার ইউয়ান (১৪০ ডলার)।
তারা এখন নিজেদের লক্ষ্য বড় করছেন। বয়স্কদের জন্য বিশেষ পণ্য আনার কথা ভাবছেন তারা। চীনে বর্তমানে জনসংখ্যার এক-পঞ্চমাংশের বয়স ৬০-এর বেশি।
সপ্তাহান্তে তারা একটি পোস্টে লিখেছে, 'আমরা চাই মানুষ বাড়িতে থাকা বয়স্কদের দিকে আরও মনোযোগ দিক। তাদের যত্ন ও ভালোবাসা প্রয়োজন। তাদেরও স্বপ্ন আছে, বাঁচার ইচ্ছা আছে। তারা সম্মান ও সুরক্ষা পাওয়ার যোগ্য।'
এ বিষয়ে বিবিসির প্রশ্নের কোনো উত্তর দেয়নি কোম্পানিটি।
