ভেনেজুয়েলায় হামলার পর এবার ট্রাম্প বললেন, কলম্বিয়ায় অভিযান ‘ভালোই শোনাচ্ছে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভেনেজুয়েলায় চালানো অভিযানের মতো কলম্বিয়াতেও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, কলম্বিয়া 'একজন অসুস্থ ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে'।
পেত্রোকে একজন 'মাদক নেতা' হিসেবে অভিহিত করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। গত বছর তিনি পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
ট্রাম্প বলেন, 'কলম্বিয়া খুবই পীড়িত… একজন অসুস্থ মানুষ দেশটি চালাচ্ছেন, যিনি কোকেন বানাতে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি এটা আর বেশিদিন করতে পারবেন না, আমি বলে দিচ্ছি।'
যুক্তরাষ্ট্র কি কলম্বিয়ায় সামরিক অভিযান চালাবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমার কাছে এটা বেশ ভালোই শোনাচ্ছে'।
পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, 'অপবাদ দেওয়া বন্ধ করুন'। সেইসঙ্গে তিনি লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ না হলে তাদের সঙ্গে 'চাকর ও দাসের' মতোই আচরণ করা হবে।
ভেনেজুয়েলার মার্কিন বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই কলম্বিয়া নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন আলোচনার জন্ম দিলো।
ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে চীন। ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও স্পেন যৌথ বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য 'ভীষণ বিপজ্জনক নজির' তৈরি করেছে।
অনুবাদ: রেদওয়ানুল হক
