প্যারামাউন্টের ১০৮ বিলিয়ন ডলারের প্রস্তাব নাকচের পথে, নেটফ্লিক্সেই ঝুঁকছে ওয়ার্নার ব্রাদার্স
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডব্লিউবিডি)–এর পরিচালনা পর্ষদ বুধবারের মধ্যেই প্রতিষ্ঠানটি অধিগ্রহণে আসা দুটি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে। এর মধ্যে একটি প্রস্তাব দিয়েছে নেটফ্লিক্স, আরেকটি দিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
প্যারামাউন্ট স্কাইড্যান্সের ১০ হাজার ৮৪০ কোটি ডলারের অধিগ্রহণ প্রস্তাব নাকচের পথে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডব্লিউবিডি)। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, বোর্ড শেয়ারহোল্ডারদের এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার সুপারিশ করতে পারে। এর পরিবর্তে নেটফ্লিক্সের দেওয়া প্রস্তাবেই অটল থাকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্সের নন-কেবল সম্পদ—যার মধ্যে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও, এইচবিও ও এইচবিও ম্যাক্স স্ট্রিমিং সেবা এবং বিশাল চলচ্চিত্র ও টেলিভিশন লাইব্রেরি—কিনে নিতে ৭২ বিলিয়ন ডলারের নগদ ও শেয়ার সমন্বিত প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে প্যারামাউন্ট স্কাইড্যান্স পুরো ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনে নিতে শেয়ারপ্রতি ৩০ ডলারের সম্পূর্ণ নগদ প্রস্তাব দেয়, যার মোট মূল্য প্রায় ১০৮.৪ বিলিয়ন ডলার।
ওয়ার্নার ব্রাদার্সের সম্পদের মধ্যে রয়েছে 'কাসাব্লাঙ্কা' ও 'সিটিজেন কেইন'-এর মতো কালজয়ী ক্লাসিক থেকে শুরু করে 'হ্যারি পটার', 'ফ্রেন্ডস', এইচবিও এবং এইচবিও ম্যাক্সের মতো জনপ্রিয় আধুনিক কনটেন্ট। এসব সম্পদের মালিকানা পাওয়ার দৌড়কে ঘিরেই স্ট্রিমিং খাতে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিয়ন্ত্রক সংস্থায় দাখিল করা নথিতে প্যারামাউন্ট দাবি করেছে, তাদের কোম্পানি কেনার প্রস্তাব নেটফ্লিক্সের তুলনায় বেশি সুবিধাজনক এবং এতে নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার পথও তুলনামূলকভাবে সহজ হবে। এ প্রস্তাবের অর্থায়নে রয়েছে এলিসন পরিবার ও রেডবার্ড ক্যাপিটালের সহায়তায় ৪ হাজার ১০০ কোটি ডলারের নতুন ইকুইটি এবং ব্যাংক অব আমেরিকা, সিটি ও অ্যাপোলো থেকে পাওয়া ৫ হাজার ৪০০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি।
তবে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারামাউন্টের অর্থায়ন অংশীদারদের একজন, জ্যারেড কুশনারের অ্যাফিনিটি পার্টনার্স এই কোম্পানি কেনার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে প্যারামাউন্ট ও অ্যাফিনিটি পার্টনার্স তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।
