টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিরা
চিন্তাশীল যন্ত্রের যুগে প্রবেশ এবং রূপান্তরমূলক প্রযুক্তির বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ 'আর্কিটেক্টস অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিদের ২০২৫ সালের 'পারসন অব দ্য ইয়ার' ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই ঘোষণা দেওয়া হয়।
ম্যাগাজিনটির এডিটর-ইন-চিফ স্যাম জ্যাকবস পাঠকদের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেন, 'আমাদের জীবনকে যারা প্রভাবিত করেন, তাদের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার একটি শক্তিশালী মাধ্যম হলো পারসন অব দ্য ইয়ার। এ বছর যারা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কল্পনা করেছেন, ডিজাইন করেছেন এবং তৈরি করেছেন—তাদের চেয়ে বড় প্রভাব আর কারও ছিল না।'
জ্যাকবস এই স্থপতিদের বর্ণনা করতে গিয়ে বলেন, তারা মানবতাকে একই সঙ্গে 'বিস্মিত ও চিন্তিত' করছেন। তারা 'বর্তমানকে বদলে দিচ্ছেন এবং সম্ভবের সীমানাকে ছাড়িয়ে যাচ্ছেন'।
২০২৫ সালের 'পারসন অব দ্য ইয়ার' সংখ্যাটির প্রচ্ছদ কাহিনিতে তুলে ধরা হয়েছে, কীভাবে এআই গত এক বছরে বিশ্বকে নতুন এবং 'কখনও কখনও ভীতিকর উপায়ে' বদলে দিয়েছে।
এই সংখ্যায় এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, যার তৈরি চিপগুলো বর্তমানের এআই বিপ্লবকে শক্তি জোগাচ্ছে। এছাড়াও সফটব্যাংকের সিইও মাসায়োশি সনের মতো এআই বিনিয়োগকারীদের সাক্ষাৎকারও এতে স্থান পেয়েছে।
টাইমের প্রতিবেদনে এআইয়ের কিছু উদ্বেগজনক দিকও উঠে এসেছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার ঘটনাটি অন্যতম। ওই কিশোরের মৃত্যুর জন্য চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-কে দায়ী করে মামলা করেছেন তার বাবা-মা। তাদের অভিযোগ, চ্যাটবটের সঙ্গে কথোপকথনের জেরেই তাদের ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
টাইম ম্যাগাজিন নিজেও এআই কোম্পানিগুলোর সঙ্গে কন্টেন্ট লাইসেন্সিং ও নতুন টুল তৈরির জন্য কাজ করছে। ২০২৪ সালের জুনে তারা ওপেনএআইয়ের সঙ্গে একটি বহু-বছরের চুক্তি সই করে। এর মাধ্যমে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটি টাইমের আর্কাইভ করা সংবাদের অ্যাক্সেস পায়। ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে চ্যাটবট এখন টাইমের তথ্য সূত্র হিসেবে উল্লেখ করে এবং লিঙ্ক প্রদান করে।
এর আগে ২০২৪ এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'পারসন অব দ্য ইয়ার' ঘোষণা করেছিল টাইম। এছাড়া পপ তারকা টেইলর সুইফট, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও অতীতে এই সম্মাননা পেয়েছেন।
