মস্কো বৈঠক ‘মোটামুটি ভালো’ হলেও ইউক্রেন আলোচনা অনিশ্চিত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন দূতদের আলোচনা "মোটামুটি ভালো" হলেও ইউক্রেন শান্তি আলোচনার ভবিষ্যৎ গতিপথ এখনও অনিশ্চিত।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব পুতিন গ্রহণ করেছেন এবং একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তিনি আরও কাজ করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার ক্রেমলিনে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করেন। তবে বুধবার ভোরে তারা ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো নির্দিষ্ট অগ্রগতি ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসেন।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, উইটকফ এবং কুশনার তাকে টেলিফোনে বৈঠকের বিস্তারিত জানান এবং তাদের ধারণা ছিল, পুতিন 'একটা সমঝোতা করতে চাইবেন'। তবে এখন কী হবে, তা এখনও স্পষ্ট নয় বলে মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, 'ওই বৈঠক থেকে কী বের হবে, সেটা আমি বলতে পারছি না, কারণ এতে দু'জনেরই সম্মতি লাগে।' তিনি আরও বলেন, 'আমরা (ইউক্রেনের সঙ্গে) বেশ কিছু বিষয় নিয়ে ভালো অগ্রগতি করেছি।'
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, উইটকফ এবং কুশনার বৃহস্পতিবার মায়ামিতে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে যখন জিজ্ঞেস করা হয় পুতিন কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছেন বলে বলা ঠিক হবে কিনা, তিনি তা অস্বীকার করেন।
পেসকভ বলেন, 'গতকাল প্রথমবারের মতো সরাসরি মতবিনিময় হয়েছে। কিছু বিষয় গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, আর কিছু বিষয়কে অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমঝোতা খোঁজার ক্ষেত্রে এটি স্বাভাবিক একটি কাজের প্রক্রিয়া।'
বৈঠকের পর ক্রেমলিনের একজন উপদেষ্টা বলেন, 'এখনো কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।'
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক ভিডিও ভাষণে বলেন, তার দলের যুক্তরাষ্ট্রে আসন্ন বৈঠকের প্রস্তুতি চলছে এবং ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে।
তিনি বলেন, 'শুধু ইউক্রেনের স্বার্থকে বিবেচনায় নিলেই একটি মর্যাদাপূর্ণ শান্তি সম্ভব।'
কিয়েভের জন্য কঠিন সময়ে এ আলোচনা আরও তীব্র হয়েছে, কারণ পূর্ব ফ্রন্টে রাশিয়ার কাছে এলাকা হারানোর পাশাপাশি যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় দুর্নীতিবিরোধী কেলেঙ্কারির মুখোমুখি হয়েছে দেশটি।
শান্তি আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া জেলেনস্কির প্রধান সহযোগী গত শুক্রবার দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন। দুই মন্ত্রিসভার সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং দমন অভিযানে জেলেনস্কির একজন সাবেক ব্যবসায়িক সহযোগীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পেসকভ বলেন, রাশিয়া ট্রাম্পের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ক্রেমলিন ধারাবাহিক মন্তব্য করবে না, কারণ অতিরিক্ত প্রচার গঠনমূলক ফল বয়ে আনবে না।
তিনি বলেন, 'এ মুহূর্তে বিশেষজ্ঞ পর্যায়ে কাজ চলছে। বিশেষজ্ঞ পর্যায়েই কিছু অগ্রগতি হওয়া উচিত, যা পরে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগের ভিত্তি হিসেবে কাজ করবে।'
গত নভেম্বরে ফাঁস হওয়া ২৮-দফা মার্কিন শান্তি প্রস্তাব ইউক্রেন এবং ইউরোপের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। তাদের অভিযোগ, এই প্রস্তাবে রাশিয়ার প্রধান দাবিগুলোর প্রতি নতি স্বীকার করা হয়েছে।
পরে ইউরোপীয় শক্তিগুলো একটি পাল্টা প্রস্তাব দেয়, এবং জেনেভায় হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায় যে তারা যুদ্ধের অবসান ঘটাতে একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো তৈরি করেছে।
মঙ্গলবার পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলো এমন সব প্রস্তাব হাজির করে শান্তি আলোচনা ব্যাহত করার চেষ্টা করছে, যা রাশিয়ার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
উইটকফের সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, এর আগে মস্কো ২৭ দফা প্রস্তাব পেয়েছিল এবং পরে আরও চারটি অতিরিক্ত নথি পেয়েছে।
পুতিন গত সপ্তাহে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রাথমিক প্রস্তাবগুলোকে চারটি অংশে ভাগ করেছে। তবে এসব প্রস্তাবে সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ পায়নি।
