‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব 'মদ্যপায়ীর মতো', ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স 'এক দশক ধরে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী' আর ইলন মাস্ক একজন 'অদ্ভুত মানুষ'—নিজ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের নিয়ে এমন সব বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) 'ভ্যানিটি ফেয়ার' সাময়িকীতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের নিয়ে এই কঠোর সমালোচনা করেন তিনি। এমন সময়ে এই মন্তব্য সামনে এল, যখন অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় খোদ সমর্থকদের মধ্যেই অসন্তোষ দানা বাঁধছে।
সাক্ষাৎকারে ৬৮ বছর বয়সী সুসি ওয়াইলস বলেন, 'আমি জটিল ব্যক্তিত্বের মানুষদের বিষয়ে কিছুটা বিশেষজ্ঞ।' একজন মদ্যপ বাবার সন্তান হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প মদ পান করেন না ঠিকই, কিন্তু তার মধ্যে মদ্যপায়ীর ব্যক্তিত্ব দেখতে পাই।'
তিনি ব্যাখ্যা করে বলেন, 'ট্রাম্প এমনভাবে কাজ করেন যেন এমন কিছুই নেই যা তিনি করতে পারেন না। কিছুই না, শূন্য, কিছুই না।'
ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিষয়ে আরও কঠোর মন্তব্য করেন সুসি। তিনি ভ্যান্সকে 'এক দশক ধরে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী' হিসেবে অভিহিত করেন। জেফ্রি এপস্টাইনের ফাইল প্রকাশের বিষয়ে ভ্যান্সের অতি আগ্রহের কথাও তিনি উল্লেখ করেন। ট্রাম্পের কট্টর সমালোচক থেকে ভ্যান্সের হঠাৎ এই রূপান্তরকে তিনি রাজনৈতিক চাল হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে ইলন মাস্কের বিষয়ে সুসি বলেন, 'ইলনের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন। তিনি স্বীকার করেছেন তিনি কেটামিন নেন। তিনি দিনের বেলা এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে স্লিপিং ব্যাগে ঘুমান।'
মাস্ককে তিনি 'অদ্ভুত প্রকৃতির মানুষ' উল্লেখ করে বলেন, জিনিয়াসরা এমনই হয়। মাস্ক যখন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড অকার্যকর করার উদ্যোগ নিয়েছিলেন, তখন তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন বলেও জানান।
এদিকে মঙ্গলবার পেনসিলভেনিয়াতে জেডি ভ্যান্স বলেন, তিনি প্রতিবেদনটি পড়েননি তবে এ বিষয়ে শুনেছেন। তিনি কিছুটা কৌতুক করে বলেন, 'আমি মাঝে মাঝে কন্সপিরেসি থিওরিজ বা ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস করি, তবে কেবল সেগুলোতে যেগুলো সত্য।' তবে তিনি সুসি ওয়াইলসকে 'বিশ্বস্ত' হিসেবে আখ্যা দিয়ে তার পক্ষ নেন।
অন্যদিকে সাক্ষাৎকারটি প্রকাশের পর তোলপাড় শুরু হলে মঙ্গলবার রাতেই সুসি ওয়াইলস এক্সে এক পোস্টে সুর পাল্টেছেন। তিনি দাবি করেন, ভ্যানিটি ফেয়ার তার সাক্ষাৎকারটিকে অসৎভাবে উপস্থাপন করেছে এবং প্রেসিডেন্ট ও তার টিমকে বিশৃঙ্খল হিসেবে দেখানোর চেষ্টা করেছে।
