ভাষণ বিকৃতি: ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা
একটি তথ্যচিত্রে বিভ্রান্তিকর সম্পাদনার অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা এ মামলায় তিনি শত কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। খবর বিবিসি'র।
ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, বিবিসি উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলকভাবে ট্রাম্পের ভাষণটি সম্পাদনা করেছে এবং এটি ছিল অত্যন্ত প্রতারণামূলক। আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, মানহানি এবং ফ্লোরিডার বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগে এই মামলা করা হয়েছে। দুটি অভিযোগের প্রতিটির জন্য ট্রাম্প ৫ বিলিয়ন ডলার করে মোট ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
এর আগে গত নভেম্বরে এ বিষয়ে বিবিসি ক্ষমা চেয়েছিল। তবে তখন তারা ট্রাম্পের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করে জানায়, মানহানির মামলার কোনো যৌক্তিক ভিত্তি নেই। মামলা দায়েরের পর এখনো এ বিষয়ে বিবিসি নতুন করে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাজ্যে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্যানোরামা তথ্যচিত্রটি সম্প্রচার করা হয়। গত মাসেই ট্রাম্প মামলা করার ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, 'ওরা প্রতারণা করেছে। আমার মুখের কথা বদলে দিয়েছে। তাই আমি মনে করি, মামলা করাটা জরুরি।'
মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, 'আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।' প্রায় ৫০ মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, 'এবং আমরা লড়াই করব। আমরা প্রাণপণ লড়াই করব।'
কিন্তু বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয়, ট্রাম্প বলছেন, 'আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব... এবং আমরা লড়াই করব। আমরা প্রাণপণ লড়াই করব।'
বিবিসি স্বীকার করেছে, এভাবে সম্পাদনার ফলে একটি 'ভুল ধারণা' তৈরি হয়েছিল। এতে এমন মনে হতে পারে যে, ট্রাম্প সরাসরি 'সহিংসতা বা মারামারির আহ্বান জানিয়েছিলেন'।
