পুতিন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠক: ইউক্রেন পরিকল্পনা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের কোনো সমঝোতা হয়নি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রতিনিধি দলের মধ্যে সাম্প্রতিক আলোচনায় ইউক্রেন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি বলে মস্কোয় সাংবাদিকদের জানান ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ।
উশাকভ বলেন, যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব 'কমবেশি গ্রহণযোগ্য' মনে হলেও সেগুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন, আর কিছু প্রস্তাব 'রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়'।
তিনি আরও জানান, পুতিন এবং মার্কিন প্রতিনিধি দল ভূখণ্ডসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেন, 'সেগুলো ছাড়া আমরা এই সংকটের সমাধান দেখি না'।
উশাকভ বলেন, পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো বৈঠক এখনো নির্ধারিত হয়নি। সম্ভাব্য বৈঠকটি 'আমরা কতটা অগ্রগতি অর্জন করতে পারি তার ওপর নির্ভর করবে'।
এর আগে রুশ রাষ্ট্রীয় রেডিও মায়াক জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠক চলছে দুই ঘণ্টা ধরে।
বৈঠকের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই আলোচনার কোনো সময়সীমা নেই এবং 'যতক্ষণ প্রয়োজন' তারা কথা বলবেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 'সংকেতের' অপেক্ষায় রয়েছে কিয়েভ।
জেলেনস্কি এক্স-এ লিখেছেন, 'আমরা বিভিন্ন ধরনের সংকেত পাব। সেসব সংকেত যদি আমাদের অংশীদারদের সঙ্গে ন্যায্যভাবে মিলে যায়, তাহলে আমরা খুব দ্রুতই মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে পারবো।'
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বার্তায় যদি 'বৃহৎ কিন্তু দ্রুত' সিদ্ধান্ত নেওয়ার সুযোগের ইঙ্গিত থাকে, তাহলে ইউক্রেন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে।
জেলেনস্কি আরও বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্যও প্রস্তুত।
'সবকিছুই আজকের আলোচনার ওপর নির্ভর করছে,' বলে তিনি যোগ করেন।
অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মধ্যে বৈঠক 'খুবই ফলপ্রসূ, গঠনমূলক এবং বিষয়বস্তুনিষ্ঠ' ছিল বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ।
উশাকভ বলেন, 'ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধান অর্জনের জন্য ভবিষ্যতে যৌথ কাজের সম্ভাবনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ ছিল।'
উশাকভ এবং পুতিনের প্রতিনিধি কিরিল দিমিত্রেভ ক্রেমলিনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে রাশিয়ার নেতা পুতিনের সঙ্গে ছিলেন।
সিএনএনের ম্যাথিউ চ্যান্সের বরাত দিয়ে জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রতিনিধি দল, বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মধ্যে বৈঠক শেষ হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নোভোস্টি জানিয়েছে, বৈঠকটি প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয়েছিল।
বৈঠকের পর এক্স-এ পোস্ট করা এক টুইটে পুতিনের প্রতিনিধি কিরিল দিমিত্রেভ শান্তির প্রতীক কবুতরের ইমোজির পাশে 'প্রডাকটিভ' শব্দটি ব্যবহার করেন।
