“হয়তো ভালো কিছু হচ্ছে”: ইউক্রেন শান্তি পরিকল্পনার আলোচনা নিয়ে ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার একটি রূপরেখা চূড়ান্ত করতে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
এরমধ্যে ট্রাম্প বলেছেন, "রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় বড় অগ্রগতি করা কি সম্ভব? না দেখে বিশ্বাস করবেন না, তবে হয়তো এবার ভালো কিছুই হচ্ছে। গড ব্লেস আমেরিকা!"
আজ সোমবার (২৪ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে এসব কথা লেখেন তিনি।
তবে ট্রাম্প যখন বড় আশাবাদ ব্যক্ত করলেন, তখন মস্কো সন্দেহ করছে, সংশোধিত শান্তি পরিকল্পনা রাশিয়ার জন্য অনুকূল হবে না।
রাশিয়ার প্রেসিডেন্ট এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেনেভার আলোচনার ফলাফল সম্পর্কিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে পায়নি ক্রেমলিন।
চলতি সপ্তাহে রুশ ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক আশা করছেন কি-না?' বিবিসির এমন প্রশ্নে পেসকভ বলেন, "এখনও করছি না।" তবে মস্কো এধরনের যোগাযোগ ও আলাপের বিষয়ে আগ্রহী বলে জানান তিনি।
এর আগে পুতিন বলেছিলেন, ট্রাম্পের ২৮ দফা খসড়া শান্তি পরিকল্পনা চূড়ান্ত সমঝোতার ভিত্তি হতে পারে। এই প্রস্তাবটি রাশিয়ার যথেষ্ট অনুকূলে রয়েছে বলেই মনে করা হচ্ছে। তাই জেনেভা আলোচনায় এতে কী ধরনের পরিবর্তন এলো সেটা জানার আগ্রহ ক্রেমলিনের রয়েছে।
মস্কোর সন্দেহ, সংশোধিত খসড়া রাশিয়ার অনুকূল না-ও হতে পারে। আজ সকালেই রাশিয়ার একটি ট্যাবলয়েট মসোভস্কি কমসোমলেতস লিখেছে, "ইউরোপ ও ইউক্রেনের গ্যাং এমনভাবে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে 'সঠিক' করবে, যাতে সেটা রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হয়ে পড়ে।"
