রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের দুই চিকিৎসক রোবট ব্যবহার করে দূরে থেকে একটি স্ট্রোক সার্জারি সম্পন্ন করেছেন। বলা হচ্ছে, রোবট ব্যবহার করে করা এটিই বিশ্বের প্রথম স্ট্রোক সার্জারি।
তারা দুজন যে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় থ্রম্বেকটমি (স্ট্রোকের পর মানবদেহে জমাট বাঁধা রক্ত অপসারণ)।
এই দুই চিকিৎসকের একজন আইরিস গ্রুনওয়াল্ড স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি যখন অস্ত্রোপচারটি সম্পন্ন করছিলেন, তখন তিনি ছিলেন ডান্ডির নাইনওয়েলস হসপিটালে। আর যেই মরদেহে অস্ত্রোপচার করা হচ্ছিল, সেটি ছিল ওই বিশ্ববিদ্যালয়ে।
এর কয়েক ঘণ্টা পর স্কটল্যান্ড থেকে চার হাজার মাইল (৬ হাজার ৪০০ কি.মি.) দূরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসে একই প্রযুক্তি ব্যবহার করে ডান্ডিতে একই সার্জারি সম্পন্ন করেন নিউরোসার্জন রিকার্ডো হ্যানেল।
অস্ত্রোপচারের পর এই দুই চিকিৎসক বলেন, এ প্রযুক্তির ব্যবহার অনুমোদিত হলে এটি চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি 'গেম চেঞ্জার' হতে পারে।
তাদের মতে, এই প্রযুক্তি স্ট্রোকের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। কারণ, চিকিৎসা পেতে দেরি হলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়।
অধ্যাপক গ্রুনওয়াল্ড বলেন, 'মনে হচ্ছিল আমরা ভবিষ্যতের একটি ঝলক দেখছি। যা আগে কেবল কল্পবিজ্ঞান মনে হতো, আজ আমরা দেখালাম যে পুরো প্রক্রিয়াটাই বাস্তবে করা সম্ভব।'
তিনি বলেন, 'এটি ছিল প্রথমবারের মতো যখন আমরা পুরো মেকানিক্যাল থ্রম্বেকটমি প্রক্রিয়াটি মানবদেহে করতে পেরেছি এবং প্রমাণ করতে পেরেছি যে প্রতিটি ধাপই সম্ভব।'
স্ট্রোক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী জুলিয়েট বোভেরি বিবিসিকে বলেন, এই ট্রান্সআটলান্টিক অস্ত্রোপচার একটি 'অবিশ্বাস্য উদ্ভাবন'।
তিনি আরও বলেন, 'অনেক দিন ধরেই প্রত্যন্ত এলাকার মানুষেরা থ্রম্বেকটমি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের রোবটিক প্রযুক্তি যুক্তরাজ্যে চিকিৎসার অসমতা কমাতে সহায়ক হতে পারে।'
চিকিৎসকেরা চারটি ভিন্ন দেহে এ অস্ত্রোপচার সম্পন্ন করেন। দেহগুলো গত তিন বছরের মধ্যে মারা যাওয়া ব্যক্তিদের। এসব দেহ গবেষণার জন্য সংরক্ষণ করা হয়েছিল।
ডান্ডি ও ফ্লোরিডার উভয় অস্ত্রোপচার গত মাসে লিথুয়ানিয়ার সেন্টান্টে কোম্পানির তৈরি রোবট ব্যবহার করে সম্পন্ন করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এডভারদাস সাতকাউস্কাস বিবিসিকে বলেন, 'এটি সত্যিই অসাধারণ অনুভূতি। মাঝে মাঝে মনে হচ্ছে ভবিষ্যৎ আমাদের ধারণার চেয়েও কাছাকাছি।'
দূরবর্তী জায়গা থেকে রোবটের সাহায্যে এর আগেও থ্রম্বেকটমি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে সেগুলো করা হয়েছিল বিভিন্ন প্রাণীর ওপর। এবারই প্রথম মানবদেহে এ অস্ত্রোপচার সম্পন্ন করা হলো।
চিকিৎসক দলটি আগামী বছর এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার আশা করছে।
অধ্যাপক গ্রুনওয়াল্ড বলেন, থ্রম্বেকটমি চিকিৎসায় দুটি বড় সমস্যা আছে — প্রশিক্ষিত চিকিৎসকের অভাব এবং অবস্থানভেদে চিকিৎসা পাওয়া নির্ভর করে।
তিনি বলেন, এই চিকিৎসা সময়নির্ভর। প্রতি ছয় মিনিট দেরি হলে রোগীর ভালোভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা ১ শতাংশ কমে যায়। এই প্রযুক্তি মানুষকে স্থাননির্ভর না রেখে চিকিৎসা দেওয়ার নতুন পথ খুলে দেবে।
অনুবাদ: রেদওয়ানুল হক
