ট্রাম্প-শি বৈঠক: চীনের ওপর শুল্ক কমানো, ‘বিরল খনিজের ওপর বাধা’ তুলে নেওয়ার ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীঘ্রই চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সই করতে পারে। দক্ষিণ কোরিয়ার গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসি'র।
বৈঠক শেষে ট্রাম্প ঘোষণা করেছেন, চীনা পণ্যের আমদানিতে শুল্ক কমানো হবে এবং বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের বিষয়টি সমাধান হয়েছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, বিরল খনিজের বাণিজ্যসংক্রান্ত বিষয় 'সমাধান হয়েছে' এবং 'চীনের পক্ষ থেকে আর কোনো বাধা নেই।'
উল্লেখ্য, বেইজিং গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণের একচেটিয়া অধিকার রাখে এবং সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছে। তবে ট্রাম্প বিস্তারিত জানাননি, 'সমাধান' বলতে ঠিক কী বোঝানো হচ্ছে।
ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে সব চীনা পণ্যের ওপর শুল্ক কমাবে, যা আগে ফেন্টানিলের রাসায়নিক উপাদান আমদানি নিয়ন্ত্রণের জন্য আরোপিত হয়েছিল।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও চীন ইউক্রেন যুদ্ধে 'একসঙ্গে কাজ করবে।' তবে দুই নেতার বৈঠকে তাইওয়ান নিয়ে কোনো আলোচনা হয়নি।
ট্রাম্প এ বৈঠককে 'অসাধারণ সাফল্য' এবং 'অদ্ভুত এক বৈঠক' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক 'একটি বড় সম্মান' ছিল এবং তার (শি) নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি আরও জানান, আগামী এপ্রিল মাসে তিনি চীনে সফর করবেন এবং শি এরপরই কোনো সময় যুক্তরাষ্ট্রে সফর করবেন।
এখন পর্যন্ত বেইজিং এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
