‘প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য লড়বে এমন প্রার্থী হতে চেয়েছি’: ‘বর্ণবাদী ও ভিত্তিহীন’ আক্রমণের সমালোচনা মামদানির
নিউইয়র্কের মেয়র নির্বাচনের প্রাথমিক ভোটের একদিন আগে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি সম্প্রতি তাকে লক্ষ্য করে 'বর্ণবাদী ও ভিত্তিহীন' আক্রমণের সমালোচনা করেছেন। তিনি বলেন, এই আক্রমণগুলো নিউইয়র্কের মুসলমানদের প্রতি প্রতিদিনের ইসলামফোবিয়ার প্রতিফলন।
ব্রঙ্কসের একটি মসজিদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মামদানি বলেন, 'আমি এমন প্রার্থী হতে চেয়েছি, যে প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য লড়বে, শুধু মুসলিমদের জন্য নয়। আমি ভেবেছিলাম, যদি আমি একটি সর্বজনীন প্রচারণা গড়ে তুলি, আমি নিজেকে সেই নেতা হিসেবে স্থাপন করতে পারব, যিনি ধর্ম, বর্ণ বা জন্মস্থান নির্বিশেষে সকল নিউইয়র্কবাসীর প্রতিনিধিত্ব করবেন।'
মামদানি আরও বলেন, 'আমি ভেবেছিলাম, যদি আমি যথেষ্ট সাবধানী আচরণ করি বা বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণের মুখে নিজের মতামত সংযত রাখি, এবং বারবার মূল বার্তার দিকে ফিরে যাই, তবে আমি শুধু আমার ধর্মের জন্যই পরিচিত থাকব না। আমি ভুল ছিলাম। কোনো পরিমাণ প্রতিক্রিয়া বা দিক পরিবর্তন কখনোই যথেষ্ট নয়।'
মামদানি বর্তমানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে কুইন্সের কিছু অংশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জয়ী হলে শহরটির প্রথম মুসলিম মেয়র হবেন।
জুনের ডেমোক্র্যাট প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়া সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর রেডিও অনুষ্ঠানে তাকে (মামদানি) নিয়ে করা মন্তব্যের এক দিন পর এমন মন্তব্য করলেন তিনি। বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কুওমো তার মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন।
বৃহস্পতিবার আয়োজিত ওই রেডিও অনুষ্ঠানের কট্টরপন্থী সঞ্চালক বলেছিলেন, মামদানি মেয়র হলে কোনো সন্ত্রাসী হামলা ঘটলে তিনি খুশি হবেন। কুওমো তার এই মন্তব্যের সাথে একমত পোষণ করেন।
পরবর্তীতে কুওমোর প্রচারণা দলের এক মুখপাত্র এনবিসি নিউজকে জানিয়েছেন, কুওমো সঞ্চালকের মন্তব্যের সঙ্গে একমত নন।
পরবর্তী শুক্রবার এক সংবাদ সম্মেলনে কুওমো বৃহস্পতিবার রেডিও অনুষ্ঠানে করা মন্তব্যের বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, 'আমি তখন সেই মন্তব্যকে গুরুত্ব সহকারে নেইনি। অবশ্যই আমি মনে করি এটি একটি আপত্তিকর মন্তব্য। কিন্তু সেটি আমার মুখ দিয়ে বলা হয়নি, এটিই মূল কথা।'
এর পরিবর্তে কুওমো মামদানির বিরুদ্ধে 'ভুক্তভোগী' সাজার অভিযোগ তুলে বলেন, 'বাস্তবে তিনি অপরাধী।'
সাবেক এই গভর্নর আরও বলেন, 'জোহরান নিজেই ইহুদি সম্প্রদায়, এলজিবিটি সম্প্রদায়, ইতালীয় সম্প্রদায় ও কালো সম্প্রদায়ের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। তিনি ভুক্তভোগী নন, তিনি অপরাধী এবং এটি একটি রাজনৈতিক কৌশল।'
এই সপ্তাহের শুরুতে ৪ নভেম্বরের মেয়র নির্বাচনের আগে অনুষ্ঠিত শেষ বিতর্কে মামদানি কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার অভিযোগের জবাবে বলেছিলেন, নিউইয়র্কে ইহুদিবিরোধী কার্যক্রম প্রতিহত করার তার কোনো শক্তিশালী পরিকল্পনা নেই— এমন অভিযোগ ভিত্তিহীন।
তিনি দর্শকদের বলেন, 'শহরের এমন একজন নেতার দরকার, যিনি ইহুদিবিদ্বেষকে গুরুত্বসহকারে দেখেন এবং পাঁচটি 'বরো' [প্রশাসনিক অঞ্চল] থেকে এটি নির্মূল করেন। শুধু সেই নেতার দরকার নেই, যিনি বিতর্ক মঞ্চে রাজনৈতিক পয়েন্ট সংগ্রহের জন্য এটিকে ব্যবহার করেন।'
মামদানি আরও অভিযোগ করেন, অন্য প্রার্থীরা তাকে আংশিকভাবে ইহুদিবিদ্বেষী বলছেন কারণ তিনি মুসলিম।
স্লিওয়া যখন মামদানিকে 'গ্লোবাল জিহাদের সমর্থক' বলে অভিযুক্ত করেন, তখন মামদানি বলেন, 'আমি কখনও একবারও গ্লোবাল জিহাদের সমর্থনে কথা বলিনি। আমি এমন কিছু বলিনি, কিন্তু এটিই আমার নামে ধার্য করা হচ্ছে। এবং সত্যি বলতে, এর অনেকটা কারণ আমি প্রথম মুসলিম প্রার্থী, যিনি এই নির্বাচনে জয়ী হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।'
নিউইয়র্কের মেয়র নির্বাচনের ভোট ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং পাঁচটি প্রশাসনিক অঞ্চলে প্রাথমিক ভোটগ্রহণ শুরু হবে শনিবার থেকে।
