বর্তমান ফ্রন্টলাইনেই যুদ্ধ থামানোর ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামানোর আহ্বানটি "একটি ভালো সমঝোতা।" তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবে সমর্থন দেবেন কি না— এনিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
উত্তর ইউরোপের কয়েকটি দেশ সফররত জেলেনস্কি আজ বুধবার (২২ অক্টোবর) এই মন্তব্য করেন, যখন ইউক্রেন ও রাশিয়া গত রাতভর পরস্পরের বিরুদ্ধে ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালায়; সংঘাতের নতুন তীব্রতার কারণে যুদ্ধবিরতি ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাও স্থবির হয়ে পড়ে।
এমতাবস্থায় হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে নিকট ভবিষ্যতে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
এদিকে বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, রুশ বাহিনীর সাম্প্রতিক হামলায় কিয়েভ ও আশপাশের এলাকায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এসব হামলায় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ফ্রান্স ও যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রায়ানস্ক অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে।
ইউক্রেন যুদ্ধাবসানে গত সপ্তাহে ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলেন এবং হাঙ্গেরিতে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়ে সম্মত হন, যা ক্রেমলিনের সূত্র অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে।
'অর্থহীন বৈঠক' চান না ট্রাম্প
তবে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপের পর হোয়াইট হাউস মঙ্গলবার জানায়, ট্রাম্পের পুতিনের সঙ্গে "নিকট ভবিষ্যতে" বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প বলেন, তিনি "অর্থহীন বৈঠক" করতে চান না—একই মনোভাব প্রকাশ করেছে মস্কোও।
রুশ কর্মকর্তারা যদিও জানিয়েছেন, শীর্ষ বৈঠকের প্রস্তুতি অব্যাহত রয়েছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, "তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে বৈঠকের আগে বিস্তারিত প্রস্তুতি দরকার—এবং এতে সময় লাগবে। সবকিছু নিয়ে প্রচুর গুজব ও অনুমান চলছে, যার বেশিরভাগই সম্পূর্ণ ভুল। এখন পর্যন্ত নতুন কিছু জানানো সম্ভব নয়।"
এই বিলম্ব আসে এমন এক সময়ে যখন রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানায় যে, শান্তিচুক্তির জন্য তাদের আগের শর্তগুলো অপরিবর্তিত রয়েছে—যার মধ্যে রয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের সমগ্র দনবাস অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তর।
এটি কার্যত ট্রাম্পের গত সপ্তাহের সেই প্রস্তাবের প্রত্যাখ্যান, যেখানে তিনি বলেছিলেন উভয় পক্ষই বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে সম্মত হওয়া উচিত।
রুশ উপ–পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানায়, তিনি রয়টার্স-এর প্রতিবেদনে উল্লিখিত মস্কোর অবস্থান নিশ্চিত করতে পারেননি।
তিনি বলেন, "শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে। আমি বড় কোনো বাধা দেখছি না। নিঃসন্দেহে এটি একটি জটিল প্রক্রিয়া—কিন্তু এটাই কূটনীতিকদের কাজ।"
