জোহরান মামদানির মেয়র প্রার্থিতার বিরোধিতায় ১০ লাখ ডলার অনুদান দিলেন অ্যান্ড্রু কুওমোর সমর্থক

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৩৩ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে হারাতে একটি সুপার প্যাককে ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন হেজ ফান্ডের ব্যবস্থাপক ও কোটিপতি বিল অ্যাকম্যান।
নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় বাকি। এই সময়ের বেশিরভাগ জনমত জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি স্বতন্ত্র প্রার্থী ও নিউইয়র্ক রাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে আছেন। রিপাবলিকান কার্টিস স্লিওয়া অনেকটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
গত মাসে বর্তমান মেয়র এরিক অ্যাডামস পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে জরিপের ব্যবধান কিছুটা কমে এসেছে।
তবে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এই সপ্তাহের এক জরিপে দেখা গেছে, মামদানি কুওমোর চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে—ভোটারদের ৪৬ শতাংশ তার পক্ষে, কুওমোর পক্ষে ৩৩ শতাংশ এবং স্লিওয়ার পক্ষে ১৫ শতাংশ সমর্থন রয়েছে।
জরিপে এই স্বস্তিদায়ক ব্যবধান সত্ত্বেও মামদানিকে রুখতে বিল অ্যাকম্যান ও আরও কয়েকজন ধনী দাতা শেষ মুহূর্তের প্রচেষ্টায় নির্বাচনি তহবিলে বিপুল অর্থ ঢালছেন।
নিউইয়র্ক রাজ্যের প্রচার তহবিলের নথি অনুযায়ী, পারশিং স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা অ্যাকম্যান গত মঙ্গলবার 'ডিফেন্ড এনওয়াইসি' নামে এক সুপার প্যাকে ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন।
এই তহবিল সংগ্রহ সংস্থা গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচার–পরামর্শক জেসন মেইস্টার।
রাজ্যের নথিতে দেখা যায়, গত বুধবার থার্ড পয়েন্ট–এর প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লোয়েবও একই সংগঠন ডিফেন্ড এনওয়াইসি–তে আরও এক লাখ ডলার অনুদান দিয়েছেন।
অ্যাকম্যানের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
লোয়েবের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফাইন্যান্সিয়াল টাইমস–এর দাখিলকৃত নথির বিশ্লেষণে দেখা যায়, সীমাহীন অর্থ সংগ্রহ করতে সক্ষম সুপার প্যাকগুলো এবং অ্যাকম্যান ও লোয়েবের মতো ধনী দাতারা মামদানির বিরোধিতা ও কুওমোর সমর্থনে বিপুল অর্থ ব্যয় করছেন।
২০২১ সালে যৌন হয়রানির অভিযোগের মধ্যে গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন কুওমো।
নথি অনুযায়ী, কুওমোকে সমর্থনকারী সুপার প্যাকগুলো এ পর্যন্ত ৪ কোটি ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছে। অন্যদিকে মামদানিকে সমর্থনকারী সুপার প্যাকগুলো প্রায় ২ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে।
মামদানির প্রচারণা মূলত ছোট অনুদানদাতাদের ওপর নির্ভরশীল; বেশিরভাগ অনুদান ১০০ ডলারের কম। এছাড়া তিনি নিউইয়র্ক সিটির নির্বাচনী আইন থেকে সুবিধা পেয়েছেন, যা প্রার্থীদের 'গণমানুষের সঙ্গে যুক্ত হতে' উৎসাহিত করে শহরের বাসিন্দাদের দেওয়া ২৫০ ডলারের পর্যন্ত অনুদান সরকারি তহবিল থেকে সমপরিমাণে অর্থ মেলানো হয়।
অন্যদিকে কুওমোর পক্ষে বড় অনুদানদাতাদের সংখ্যা বেশি।
বুধবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে মামদানি কুওমোকে অভিযুক্ত করে বলেছেন, 'তিনি [কুওমো] শ্রমজীবী নিউইয়র্কবাসীদের তার কোটিপতি দাতাদের কাছে বিক্রি করেছেন।'
জুনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির অপ্রত্যাশিত বিজয় হয়েছে, এতে তিনি কুওমো, অ্যাডামস এবং অন্যান্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীদের হারান। এই ফলাফল পার্টির চিরাচরিত ধাচে ধাক্কা দিয়েছে এবং তাকে নবাগত রাজনৈতিক হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিত করেছে।
যদিও মামদানির প্রার্থিতা প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে, তবে তার নীতিগত অবস্থান পার্টিতে বিভাজনও তৈরি করেছে এবং পার্টিকে শীর্ষ পর্যায়ের রিপাবলিকানদের, বিশেষ করে ট্রাম্পের, সমালোচনার মুখে ফেলেছে।
মামদানি সরকারি সেবার ব্যাপক সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন। যার মধ্যে রয়েছে- বিনামূল্যে শহরে বাস পরিষেবা, ভর্তুকিতে শিশুসেবা এবং সরকারি মালিকানাধীন মুদি দোকান। এসব তহবিল জোগাড়ের জন্য তিনি আয়কর ও করপোরেট কর বৃদ্ধির পরিকল্পনা করেছেন।
তিনি আরও বলেছেন, নির্বাচিত হলে নিউইয়র্ক পুলিশকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে নির্দেশ দেবেন।
অন্যদিকে, অ্যাকম্যান ইসরায়েলের কট্টোর সমর্থক বলে পরিচিত।
ট্রাম্প কয়েকবার মামদানির সমালোচনা করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে মামদানি নির্বাচিত হলে তিনি নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল স্থগিত করতে পারেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প মামদানিকে 'কমিউনিস্ট' বলেছেন এবং বলেন যে 'নিউইয়র্ক সিটিতে একজন কমিউনিস্ট মেয়র থাকা অকল্পনীয়'।