‘কে-পপ ডেমন হান্টার্স’-এর সিক্যুয়েল এবং অস্কার সম্ভাবনা নিয়ে যা জানালেন পরিচালকেরা

আলোড়ন সৃষ্টিকারী অ্যানিমেটেড চলচ্চিত্র 'কে-পপ ডেমন হান্টার্স'-এর নির্মাতা ও সহ-পরিচালক ম্যাগি ক্যাং জানিয়েছেন, অ্যানিমেটেড গার্ল গ্রুপ 'হান্টার্স'-কে নিয়ে 'আরও গল্প বলার সম্ভাবনা নিয়ে তিনি উচ্ছ্বসিত'।
ইউরোপ সফরের সময় বিবিসির সাথে কথা বলতে গিয়ে ক্যাং ব্যাখ্যা করেন, যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার মতো কিছু নেই, তবে তিনি এবং সহ-পরিচালক ক্রিস অ্যাপেলহ্যান্স বিশ্বাস করেন যে, 'এই চরিত্রগুলো এবং এই জগৎ নিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি।'
তিনি আরও বলেন, 'এবং সেটা যা-ই হোক না কেন, গল্পটি সিক্যুয়েল হওয়ার যোগ্য হবে এবং এমন কিছু হবে যা আমরা দেখতে চাই।'
'কে-পপ ডেমন হান্টার্স' ৩২৫ মিলিয়নেরও বেশি ভিউ নিয়ে নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা কন্টেন্ট হিসেবে 'স্কুইড গেম'-কে ছাড়িয়ে গেছে।
এই অ্যানিমেটেড চলচ্চিত্রটি একটি অত্যন্ত সফল নারী কে-পপ গ্রুপের গল্প বলে, যারা একদিকে যেমন বিশাল কনসার্টে পারফর্ম করে, তেমনই অন্যদিকে বিশ্বকে অশুভ শক্তির হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা 'সাজা বয়েজ' নামে একটি বয় ব্যান্ডের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, যারা আসলে একদল ডেমন বা শয়তান।

ছবিটি মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভেঙেছে। আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এর 'সিং-অ্যা-লং' সংস্করণটি মার্কিন বক্স অফিসে শীর্ষস্থান দখলকারী প্রথম নেটফ্লিক্স চলচ্চিত্র হয়ে ওঠে। এর গানগুলোও মার্কিন সিঙ্গেল এবং অ্যালবাম চার্টে শীর্ষস্থান দখল করে। এটি ইতিহাসের প্রথম সাউন্ডট্র্যাক, যার চারটি গান একই সাথে মার্কিন টপ-১০-এ জায়গা করে নিয়েছে—এমনকি 'স্যাটারডে নাইট ফিভার'-এর মতো ক্লাসিকও যা অর্জন করতে পারেনি।
অস্কার কি তবে 'গোল্ডেন'-এর হাতে?
এখন অনেকেই বিশ্বাস করছেন যে, 'কে-পপ ডেমন হান্টার্স' অস্কারেও বাজিমাত করতে চলেছে। সমালোচকরা ছবিটিকে দারুণভাবে গ্রহণ করেছেন এবং রোটেন টম্যাটোসে এটি ৯৫% অ্যাপ্রুভাল রেটিং পেয়েছে। প্রভাবশালী গোল্ড ডার্বি ভবিষ্যদ্বাণী ওয়েবসাইটটি এখন এটিকে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের জন্য ফেভারিট হিসেবে দেখাচ্ছে, যা 'জুটোপিয়া ২' এবং 'এলিও'-র মতো ছবিকেও পেছনে ফেলেছে।
পরিচালক ক্রিস অ্যাপেলহ্যান্স হেসে বলেন, 'ছবির নামটিই তো অস্কার জেতার জন্য যথেষ্ট।' তিনি আরও বলেন, 'আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি এবং কাজটি খুব কঠিন ছিল। ছবিটি যেভাবে তৈরি হয়েছে, তাতে আমরা সত্যিই গর্বিত। মানুষ যদি এর জন্য আমাদের পুরস্কৃত করে, তবে তা দারুণ হবে।'

সেরা মৌলিক গানের বিভাগেও ছবিটি একটি শক্তিশালী প্রতিযোগী হতে পারে। নেটফ্লিক্স ইতিমধ্যে ঘোষণা করেছে যে, তুমুল জনপ্রিয় গান 'গোল্ডেন' অস্কারের জন্য জমা দেওয়া হবে। বাকি দুটি গানের বিষয়ে পরিচালক ম্যাগি ক্যাং 'ইউর আইডল' গানটির কথা বলেন এবং ক্রিস অ্যাপেলহ্যান্স 'হোয়াট ইট সাউন্ডস লাইক' গানটিকে বেছে নেন।
সাফল্যের পেছনের গল্প
পরিচালক অ্যাপেলহ্যান্স জুন মাসের সেই মুহূর্তটির কথা মনে করতে পারেন, যখন তিনি বুঝতে পেরেছিলেন যে তাদের ছবিটি হিট হতে চলেছে। তিনি বলেন, 'ছবিটি মুক্তির পরের রাত, তখন ২টা বাজে। আমি টিকটকে দেখলাম, দর্শকরা ছবির প্রধান চরিত্র রুমির আবেগঘন যাত্রার নিখুঁত বর্ণনা দিচ্ছে।'
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণকারী এবং পাঁচ বছর বয়সে কানাডায় চলে আসা ম্যাগি ক্যাং মনে করেন, তাদের সাফল্য এসেছে কিছুটা পরে। তিনি বলেন, 'আমরা আমাদের মূল দর্শক, অর্থাৎ কে-পপ এবং অ্যানিমেশন ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিলাম। কিন্তু তৃতীয় সপ্তাহে দর্শকসংখ্যার গ্রাফটি যখন হঠাৎ করে অনেক উপরে উঠে গেল, তখন আমরা অবাক হয়েছিলাম।'
ক্যাং বিশ্বাস করেন যে, ভক্তরাই এই ছবির আকাশচুম্বী সাফল্যের পেছনে মূল কারিগর। তিনি বলেন, 'তারা এমন এক বয়সের দল, যারা কন্টেন্ট তৈরি করতে ভালোবাসে। এটা অনেকটা বিনামূল্যের বিজ্ঞাপনের মতো ছিল। তারা সর্বত্র এই সিনেমার কথা ছড়িয়ে দিচ্ছিল।'
লাইভ-অ্যাকশন সংস্করণ নয়
পরিচালকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, 'কে-পপ ডেমন হান্টার্স'-এর কোনো লাইভ-অ্যাকশন সংস্করণ তৈরি হবে না। ক্যাং বলেন, 'এই ছবির রসবোধ এবং গল্পের অনেক উপাদানই অ্যানিমেশনের জন্য বিশেষভাবে উপযুক্ত। এই চরিত্রগুলোকে লাইভ-অ্যাকশন জগতে কল্পনা করাও কঠিন।'
এই পুরস্কার মৌসুমে যা-ই ঘটুক না কেন, ক্যাং বলেন, ছবিটি নিয়ে তাদের প্রত্যাশা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য ছিল মানুষকে কে-পপের সঙ্গে যুক্ত করা। এই সিনেমাকে ঘিরে মানুষের বন্ধন দেখতে পাওয়াটা খুবই চমৎকার। তাই পুরস্কার পেলে ভালো লাগবে, কিন্তু ছবিটি ইতিমধ্যে যা করেছে, তাতে আমরা অবিশ্বাস্যরকম খুশি। একদিক থেকে দেখলে, আমরা ইতিমধ্যেই জিতে গেছি।'