সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ আর নেই
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল শায়খ ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানী রিয়াদে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদশাহ সালমান দেশের সব মসজিদে, মক্কার মসজিদুল হারামে এবং মদিনার মসজিদে নববীতে তার গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছেন।
বাদশাহ সালমান ও যুবরাজ–প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান শায়খ আল-শায়খের পরিবার, সৌদি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
রয়্যাল কোর্টের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'শায়খ আল-শায়খের মৃত্যুতে সৌদি আরব ও ইসলামী বিশ্ব এক বিশিষ্ট আলেমকে হারাল, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।'
শায়খ আল-শায়খ সাধারণ গবেষণা ও ইফতা প্রেসিডেন্সির প্রধান এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন।
১৯৯৯ সালের জুনে বাদশাহ ফাহাদ তাকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেন। তিনি সেই সময় প্রয়াত শায়খ আব্দুল আজিজ ইবনে বাজের উত্তরসূরি হন।
১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্ম নেওয়া শায়খ আল-শায়খ অল্প বয়সেই কোরআন মুখস্থ করেন। ১৭ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান।
১৯৬১ সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে ভর্তি হন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামিক শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
