২৬ বছরের বক্স অফিস রেকর্ড ভেঙে শীর্ষে ‘ডিমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’

অ্যানিমে চলচ্চিত্র 'ডিমন স্লেয়ার: কিমেতসু নো ইয়াইবা–দ্য মুভি ইনফিনিটি ক্যাসেল' বক্স অফিসে ইতিহাস গড়েছে। উদ্বোধনী সপ্তাহান্তে ঘরোয়া বাজারে প্রায় ৭০ মিলিয়ন ডলার আয় করে এটি অ্যানিমে ছবির ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ডের রেকর্ড ভেঙে দিয়েছে।
সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের ক্রাঞ্চিরোল উত্তর আমেরিকায় 'ডিমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল' পরিবেশন করছে। ছবিটি শুধু শুক্রবারেই আয় করেছে ৩৩ মিলিয়ন ডলার, যা ওয়ার্নার ব্রোস পিকচার্সের ১৯৯৯ সালের জনপ্রিয় অ্যানিমে ছবি 'পোকেমন: দ্য ফার্স্ট মুভি'-এর ওপেনিং উইকেন্ডের ৩১ মিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে গেছে।
এটি 'ডিমন স্লেয়ার' সিরিজেরও সবচেয়ে সফল উদ্বোধনী ছবি। এর আগে ২০২১ সালে 'ডিমন স্লেয়ার: মুগেন ট্রেন' ২১ মিলিয়ন এবং ২০২৪ সালে সনির 'ডিমন স্লেয়ার: টু দ্য হাশিরা ট্রেনিং' ১১ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করেছিল।
কমস্কোরের মার্কেটপ্লেস ট্রেন্ডস-এর প্রধান পল ডেরগারাবেডিয়ান একে 'বিস্ময়কর হিট' আখ্যা দিয়ে বলেন, 'ঘরোয়া বক্স অফিসে এর এমন দাপট কেউ হয়তো আশা করেনি।' কমস্কোরের তথ্য অনুযায়ী এটি সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ উদ্বোধনী আয়কারী। বিশেষত জেন জি ও জেন আলফা প্রজন্মের মধ্যে এর ভক্ত সংখ্যা ক্রমশ বাড়ছে।
বক্স অফিসে দ্বিতীয় স্থানে ছিল ওয়ার্নার ব্রোসের 'দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস' (২৬ দশমিক ১ মিলিয়ন ডলার) এবং তৃতীয় স্থানে ছিল ফোকাস ফিচার্সের 'ডাউনটন অ্যাবে: দ্য গ্র্যান্ড ফিনালে' (১৮ দশমিক ১ মিলিয়ন ডলার)। স্টিফেন কিংয়ের বইয়ের অবলম্বনে নির্মিত 'দ্য লং ওয়াক' ১১ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানে রয়েছে।