চীনের রেস্তোরাঁয় হটপটে মূত্রত্যাগ; দুই কিশোরকে ৩ লাখ ডলার ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ
চীনের জনপ্রিয় হটপট চেইন হাইডিলাও-এর শাংহাইয়ের একটি শাখায় হটপটের ঝোলে (ব্রথ) মূত্রত্যাগ করায় দুই কিশোরকে ৩ লাখ ৯ হাজার ডলার (২.২ লাখ ইউইয়ান) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। খবর বিবিসি'র।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭ বছর বয়সী ওই দুই কিশোর মদ্যপ অবস্থায় এ কাজ করে এবং ভিডিওটি অনলাইনে পোস্ট করে। ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনা হয়।
হাইডিলাও জানায়, ঘটনাটি ২৪ ফেব্রুয়ারি ঘটলেও তারা বিষয়টি জানতে পারে চার দিন পর। শুরুতে সময় ও স্থান চিহ্নিত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে ৬ মার্চ নিশ্চিত হওয়া যায় যে, এটি শাংহাইয়ের কেন্দ্রস্থলের একটি শাখায় ঘটেছিল।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত ব্রথ কেউ খায়নি। তবে ঘটনার পরবর্তী কয়েক দিনে যারা রেস্টুরেন্টে খেয়েছেন, তাদের সবাইকে ক্ষতিপূরণ দেয় হাইডিলাও।
গত মার্চে প্রতিষ্ঠানটি ২ কোটি ৩০ লাখ ইউয়ান ক্ষতিপূরণ দাবি করে। তাদের যুক্তি ছিল, গ্রাহকদের ক্ষতিপূরণ ও ব্যবসায়িক ক্ষতি মিলিয়েই এ পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
শুক্রবার শাংহাইয়ের একটি আদালতের রায়ে বলা হয়, দুই কিশোর রেস্টুরেন্টের সম্পত্তি ও সুনাম ক্ষুণ্ণ করেছে এবং 'অপমানজনক কাজ' করেছে। তাদের কর্মকাণ্ডে টেবিলওয়্যার দূষিত হয় এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রায়ে আরও বলা হয়, কিশোরদের অভিভাবকরা অভিভাবকত্বের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ফলে ক্ষতিপূরণের দায়ভার তাদেরই বহন করতে হবে।
আরও পড়ুন: খাবারের হটপটে মূত্রত্যাগ, ৪ হাজার গ্রাহককে ক্ষতিপূরণ দেবে চীনা রেস্টুরেন্ট
ক্ষতিপূরণের মধ্যে রয়েছে—ব্যবসায়িক ও সুনামের ক্ষতির জন্য ২০ লাখ ইউয়ান, টেবিলওয়্যার নষ্ট ও পরিষ্কার-পরিচ্ছন্নতার খরচের জন্য ১ লাখ ৩০ হাজার ইউয়ান এবং আইনি খরচের জন্য ৭০ হাজার ইউয়ান।
তবে আদালত রায়ে স্পষ্ট করে বলা হয়, গ্রাহকদের অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত ছিল হাইডিলাওয়ের নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ। তাই এর দায়ভার কিশোরদের বহন করতে হবে না।
হাইডিলাও ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ওই শাখায় আসা চার হাজারেরও বেশি গ্রাহককে সম্পূর্ণ অর্থ ফেরত ও তাদের খরচের ১০ গুণ ক্ষতিপূরণ দেয়। একই সঙ্গে তারা সব হটপট সরঞ্জাম বদলে ফেলে এবং রেস্টুরেন্টে ব্যাপকভাবে জীবাণুনাশক ব্যবহার করে।
চীনের সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াং শহরে প্রথম রেস্টুরেন্ট দিয়ে যাত্রা শুরু করে হাইডিলাও। বর্তমানে তাদের এক হাজারের বেশি শাখা বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে। প্রতিষ্ঠানটি বিশেষ করে উন্নত গ্রাহকসেবা ও পরিবারবান্ধব রেস্তোরাঁর জন্য পরিচিত।
